এবার আইএসএলে ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে বেরোতে রাত ১০টা হয়ে যাচ্ছে। ফলে মরশুম শুরুর আগে থেকেই ম্যাচ দেখে বাড়ি ফেরা নিয়ে কিছুটা চিন্তায় ছিল ফ্যানেরা। তবে বড় দলের খেলার দিন বাড়িতে মেট্রো ও বাসের ব্যবস্থা থাকায় সেই চিন্তা আর নেই। আজ ম্যাচের শেষে রাতে ইস্ট – ওয়েস্ট মেট্রো করিডোরে একটি বিশেষ ট্রেন চালানো হবে। সল্টলেক স্টেডিয়াম থেকে শিয়ালদহ অভিমুখে এই পরিষেবা মিলবে।
advertisement
এই বিশেষ মেট্রোটি সল্টলেক স্টেডিয়াম থেকে রাত ১০.৪০ মিনিটে যাত্রা শুরু করে রাত ১০.৪৭ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। যাত্রীদের ওঠা নামার জন্য এই মেট্রোটি ফুলবাগানে কিছুক্ষণের জন্য দাঁড়াবে। যাত্রীদের সুবিধার্থে সল্টলেক স্টেডিয়াম এবং ফুলবাগান স্টেশনে বুকিং কাউন্টার খোলা থাকবে।
আরও পড়ুনঃ শুভমান গিল করেছেন এখনও ৫টি সেঞ্চুরি, এক বছরে ওডিআইতে ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি শতরান কার
এছাড়া পরিহবহণ দফতরের তরফ থেকে যে সাতটি রুটে বাস চালানো হবে। এর মধ্যে রয়েছে যাদবপুর, উল্টোডাঙা, জোকা, এসপ্ল্যানেড, বারাকপুর, হাওড়া স্টেশন, গড়িয়া ও দক্ষিণেশ্বরও। ফলে মোহনবাগান বনাম বেঙ্গালুরু ম্যাচ দেখে কোনওভাবেই বাড়ি ফেরে নিয়ে সমস্যা হবে না।