এদিন প্রথম থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডা লড়াই হয়। গোলের লক্ষ্যে ঝাপায় এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি। গোল করার প্রথম সুযোগ পেয়েছিলেন বেঙ্গালুরু হাভিয়ের হার্নান্ডেজ। কিন্তু তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। এক দিকে যেমন আশিক কুরুনিয়ান, লিস্টনদের পায়ে আক্রমণে উঠছিল এটিকে মোহনবাগান, অন্য দিকে তেমনই সক্রিয় ছিলেন হার্নান্দেস, কৃষ্ণরা। প্রথমার্ধে দুই দল বেশ কিছু সুযোগ পেলেও কেউই গোলের মুখ খুলতে পারেনি।
advertisement
ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে জুয়ান ফেরান্দো ও সিমন গ্রেসনের দল। তবে দ্বিতীয়ার্ধে দুই প্রান্ত থেকে অনেক বেশি আক্রমণ তুলে আনছিল এটিকে মোহনবাগান। যার ফল মেলে ম্যাচের ৬৬ মিনিটে। বুমোসের থ্রু থেকে বেঙ্গালুরু গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুকে পরাস্ত করে জালে বল জড়িয়ে দেন দিমিত্রি পেত্রাতোস। এরপর গোল শোধ করাপ একাধিক চেষ্টা করলেও সবুজ-মেরুণের রক্ষণ ভাঙতে পারেনি বেঙ্গালুরু। এই ম্যাচ জয়ের ফলে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এল এটিকে মোহনবাগান।