TRENDING:

ডার্বির আগে ইস্টবেঙ্গলের মাইন্ড গেম, মোহনবাগানকে চাপে রাখতে 'মাস্টার স্ট্রোক' ক্লেটন সিলভার

Last Updated:

শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের প্রথম ডার্বি। টানা ৬টি ডার্বি হারের পর জয়ের খোঁজে ইস্টবেঙ্গল। জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য মোহনবাগানের। ম্যাচের আগে মাইন্ড গেম খেললেন ক্লেটন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আইএসএলে চির প্রতিদ্বন্দ্বি মোহনবাগানের বিরুদ্ধে ৪ বার গোয়ার মাঠে সাক্ষাৎ হয়েছে ইস্টবেঙ্গলের। একবারও জয়ের মুখ দেখেনি লাল-হলুদ ব্রিগেড। এছাড়া টানা ৬টি ডার্বি হেরে শনিবার প্রথমবার কলকাতায় আইএসএল ডার্বি খেলতে নামছে স্টিফেন কনস্ট্যানটাইনের দল। প্রথম ২ ম্যাচ হারের পর এবার আইএসএলে তৃতীয় ম্যাচে নর্থ ইস্টের বিরুদ্ধে জয়ে ফিরেছে ইস্টবেঙ্গল। শনিবাসরীয় যুবভারতীতে সমর্থকদের জয় উপহার দিতে মরিয়া লাল-হলুদের ব্রিটিশ কোচ।
advertisement

তবে মেগা ম্যাচের আগে কিন্তু কিছুটা মাইন্ড গেম খেলে রাখলেন ইস্টবেঙ্গল দলের অন্যতম প্রধান তারকা ক্লেটন সিলভা। বড় ম্যাচে নামার প্রতিপক্ষকেই এগিয়ে রাখলেন ক্লেটন। তার দল যে পিছিয়ে থেকে শুরু করবে কার্যত সে কথাও জানিয়ে দিলেন তিনি। ক্লেটন সিলভা বলেন,'আইএসএলের সবচেয়ে বড় ম্যাচ। যেখানেই যাচ্ছি সবাই ডার্বি জেতার আবদার করছে। তবে আমাদের ওপর কোনও বাড়তি চাপ নেই। বরং এটিকে মোহনবাগানের উপর বেশি চাপ। ওরা দল গড়তে প্রচুর টাকা ব্যয় করেছে। তাই জয়ের প্রত্যাশা অনেক বেশি থাকবে। আমরাও আন্ডারডগ নই। তবে ১০ জনের মধ্যে ৮ জন এটিকে মোহনবাগানকে ফেভারিট বলবে।'

advertisement

মোহনবাগানের বিরুদ্ধে ডার্বিতে ক্লেটনের কাছে হ্যাটট্রিক আশা করেছেন ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। তবে তিনি গোল করুক বা অন্য কেউ বড় ম্যাচ জেতাই যে তার প্রধান লক্ষ্য সেই কথা সাফ জানিয়ে দিয়েছেন লাল-হলুদের তারকা বিদেশী। দল কোন রণনীতিতে খেলবে তা ম্যাচের আগে খোলাসা করেননি। তবে ডার্বিতে গোল করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি, তাও জানিয়েছেন ক্লেটন সিলভা।

advertisement

আরও পড়ুনঃ ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বির ইতিহাসে সেরা ৫ ম্যাচ, ফিরে দেখা ঘটি-বাঙাল দ্বৈরথের ইতিহাস

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

প্রসঙ্গত, ডার্বিতে যে ৩ পয়েন্ট ছাড়া তিনি কিছু ভাবছেন না সেই কথাও ম্যাচের আগের দিন জানিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। তিনি বলেছেন, 'আমরা এটিকে মোহনবাগানের মুখোমুখি হওয়ার জন্য মুখিয়ে আছি। ওদের দল খুব ভাল। আমাদের লড়াই কঠিন হবে। আমরা এক সপ্তাহ ধরে এই ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছি। ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চাই। প্রথম ম্যাচের তুলনায় আমরা এখন অনেকটা গুছিয়ে নিতে পেরেছি নিজেদের। ওদেরও প্রস্তুতি খুব ভাল হয়েছে। আমার মনে হয় শনিবার দুর্দান্ত ম্যাচ হবে।'

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ডার্বির আগে ইস্টবেঙ্গলের মাইন্ড গেম, মোহনবাগানকে চাপে রাখতে 'মাস্টার স্ট্রোক' ক্লেটন সিলভার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল