তবে মেগা ম্যাচের আগে কিন্তু কিছুটা মাইন্ড গেম খেলে রাখলেন ইস্টবেঙ্গল দলের অন্যতম প্রধান তারকা ক্লেটন সিলভা। বড় ম্যাচে নামার প্রতিপক্ষকেই এগিয়ে রাখলেন ক্লেটন। তার দল যে পিছিয়ে থেকে শুরু করবে কার্যত সে কথাও জানিয়ে দিলেন তিনি। ক্লেটন সিলভা বলেন,'আইএসএলের সবচেয়ে বড় ম্যাচ। যেখানেই যাচ্ছি সবাই ডার্বি জেতার আবদার করছে। তবে আমাদের ওপর কোনও বাড়তি চাপ নেই। বরং এটিকে মোহনবাগানের উপর বেশি চাপ। ওরা দল গড়তে প্রচুর টাকা ব্যয় করেছে। তাই জয়ের প্রত্যাশা অনেক বেশি থাকবে। আমরাও আন্ডারডগ নই। তবে ১০ জনের মধ্যে ৮ জন এটিকে মোহনবাগানকে ফেভারিট বলবে।'
advertisement
মোহনবাগানের বিরুদ্ধে ডার্বিতে ক্লেটনের কাছে হ্যাটট্রিক আশা করেছেন ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। তবে তিনি গোল করুক বা অন্য কেউ বড় ম্যাচ জেতাই যে তার প্রধান লক্ষ্য সেই কথা সাফ জানিয়ে দিয়েছেন লাল-হলুদের তারকা বিদেশী। দল কোন রণনীতিতে খেলবে তা ম্যাচের আগে খোলাসা করেননি। তবে ডার্বিতে গোল করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি, তাও জানিয়েছেন ক্লেটন সিলভা।
আরও পড়ুনঃ ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বির ইতিহাসে সেরা ৫ ম্যাচ, ফিরে দেখা ঘটি-বাঙাল দ্বৈরথের ইতিহাস
প্রসঙ্গত, ডার্বিতে যে ৩ পয়েন্ট ছাড়া তিনি কিছু ভাবছেন না সেই কথাও ম্যাচের আগের দিন জানিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। তিনি বলেছেন, 'আমরা এটিকে মোহনবাগানের মুখোমুখি হওয়ার জন্য মুখিয়ে আছি। ওদের দল খুব ভাল। আমাদের লড়াই কঠিন হবে। আমরা এক সপ্তাহ ধরে এই ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছি। ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চাই। প্রথম ম্যাচের তুলনায় আমরা এখন অনেকটা গুছিয়ে নিতে পেরেছি নিজেদের। ওদেরও প্রস্তুতি খুব ভাল হয়েছে। আমার মনে হয় শনিবার দুর্দান্ত ম্যাচ হবে।'