TRENDING:

বিরাটই কি তাহলে ভারতীয় ক্রিকেটের নতুন ঈশ্বর ?

Last Updated:

ভারতীয় ক্রিকেটের নতুন ভগবান কি তাহলে বিরাট কোহলি ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মোহালি: ভারতীয় ক্রিকেটের নতুন ভগবান কি তাহলে বিরাট কোহলি ? মোহালির হিরোয়িক একশো চুয়ান্নর পর এই রব উঠছে। মানতে চাইছেন না বিরাট। তাঁর মতে, ক্রিকেট যদি সংস্কৃতি হয়, সচিন এখনও ভারতীয় ক্রিকেটের ভগবান।
advertisement

একে একে ভেঙে যাচ্ছে সবকিছু। তাঁর তৈরি ভারতীয় ক্রিকেট সাম্রাজ্যের নতুন যুবরাজের উত্থান হচ্ছে। রাজা সচিন, আর যুবরাজ বিরাট।

একসময় টেলিভিশনে সচিনের ব্যাটিং দেখে ডন ব্র্যাডম্যানও বলেছিলেন, ছেলেটা ঠিক তাঁর মতো খেলে। জানা নেই মোহালির বিরাট ইনিংস দেখার পর কোহলি সম্পর্কে সচিনের এই মত কি না। একসময় সচিনের দাবি ছিল, যদি তাঁর কোনও রেকর্ড কেউ ভাঙে, তাহলে ভাঙবেন সেহওয়াগ। কিন্তু বিরাটের উত্থানে তা যেন ভুল প্রমাণিত হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বছরের গোড়া থেকে মোহালি। বিরাটের ব্যাটে ভরসা আরও বাড়ছে টিম ইন্ডিয়ার। মানসিকতা বদলে এখন অনেক পরিণত ভারতের টেস্ট অধিনায়ক। যার প্রমাণ রবিবারের নিউজিল্যান্ড ম্যাচ। স্বাভাবিক আগ্রাসন ছেড়ে এই বিরাট অনেক বেশি ধ্রুপদি। তাহলে কি তিনিই ভারতীয় ক্রিকেটের নতুন ভগবান ? ভক্তদের দাবি উড়িয়ে বিরাটের বিশ্বাস, ভগবান একজনই, তাঁর নাম সচিন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
বিরাটই কি তাহলে ভারতীয় ক্রিকেটের নতুন ঈশ্বর ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল