টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের হারের পরে পাকিস্তানের সমর্থকদের উচ্ছ্বাস কার্যত বাঁধনছাড়া। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট দলকে বিদ্রুপ করতে উঠেপড়ে লেগেছে পাক নেটিজেনরা। ভারতীয় সমর্থকরা যে পালটা দিচ্ছেন না, এমন নয়। এই অবস্থায় ইরফান পাঠান ফের একবার এই সব পাকিস্তানি বিদ্রুপকারীদের নিশানা করলেন সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন – পয়সা নিয়ে আন্দোলন শেষ করার অভিযোগ! প্রয়োজনে এশিয়ান গেমস খেলবেন না কুস্তিগীররা
advertisement
অতীতে পাকিস্তানের সমর্থদের উদ্দেশ্যে ইরফান পাঠান নিজের বিরক্তি প্রকাশ করেছিলেন এই বলে যে, পাকিস্তানের সমর্থকদের কাছ থেকে ঔদার্য আশা করা বৃথা। আরও একবার সেই ধারণাই পোষণ করলেন পাঠান। পাঠান ফের টুইট করেন যে, ‘হঠাৎ করে সমস্ত পড়শীরা অত্যন্ত আনন্দের সঙ্গে আমার টাইমলাইনে প্রবেশ করছেন, কারণ ভারত ডব্লিউটিসি ফাইনালে হেরেছে।
ওঁদের সম্পর্কে আমার ধারণা এক্কেবারে সঠিক ছিল। ভারত তো টানা ২ বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলল। পাকিস্তান ফাইনালে ওঠা তো দূরের কথা, ঘরের মাঠেই টেস্ট সিরিজ জিততে পারে না।পাকিস্তান টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত ৬টি সিরিজের ১৪টি টেস্টের মধ্যে মাত্র ৪টি ম্যাচে জয়ের মুখ দেখে। তারা পরাজিত হয় ৬টি ম্যাচে এবং ৪টি টেস্ট ড্র করেন বাবর আজমরা।
৩৮.১০ গড়ে ৬৪ পয়েন্ট সংগ্রহ করে ৯ দলের মধ্যে ৭ নম্বরে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ অভিযান শেষ করে পাকিস্তান। ইরফান পাঠান পাকিস্তানি সমর্থকদের উদ্দেশ্য করে জানিয়েছেন আগে ভারতের সমান হতে, তারপর ভারতের সমালোচনা করতে। এই বলে পাকিস্তানকে নিজেদের বাস্তবের জন্য আবার বুঝিয়ে দিয়েছেন পাঠান।