TRENDING:

আজই ফাইনাল ‘কনফার্ম’ করতে চান বিরাটরা

Last Updated:

তীরে এসে তরী ডোবাতে একেবারেই চায় না তারা ৷ লিগ পর্বে প্রথম দুইয়ে শেষ করা মানে প্লে অফে দু’টো সুযোগ পাওয়া ৷ কিন্তু আসল কাজটা ফেলে রাখতে চান না বিরাটরা ৷ ঘরের মাঠেই আজ রায়নাদের হারিয়ে ২৯ মে ফাইনালটা কনফার্ম করে নিতে চায় আরসিবি ব্রিগেড ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু:  লিগ পর্ব শেষ। এবার নক-আউট। আজ নবম আইপিএলের প্রথম কোয়ালিফায়ার। মুখোমুখি এমন দুই দল যাদের নিয়ে টুর্নামেন্টের প্রথম থেকেই শুরু হয়েছিল প্রবল আলোচনা।
advertisement

বিশেষ করে, বিরাটের নেতৃত্বে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দিকেই নজর ছিল সবার। কারণ, এই দলে সবেচেয়ে বেশি তারকার সমাবেশ। কিন্তু তাঁদের মাঝে নায়ক সেই একাই কোহলি। যাঁর চওড়া কাঁধে ভর করে প্লে-অফে উঠেছে আরসিবি। কিন্তু তীরে এসে তরী ডোবাতে একেবারেই চায় না তারা ৷ লিগ পর্বে প্রথম দুইয়ে শেষ করা মানে প্লে অফে দু’টো সুযোগ পাওয়া ৷ কিন্তু আসল কাজটা ফেলে রাখতে চান না বিরাটরা ৷ ঘরের মাঠেই আজ রায়নাদের হারিয়ে ২৯ মে ফাইনালটা কনফার্ম করে নিতে চায় আরসিবি ব্রিগেড ৷  দলের ক্রিকেটাররা সবাই কী বলছেন ? দেখে নিন সেই ভিডিও ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
আজই ফাইনাল ‘কনফার্ম’ করতে চান বিরাটরা