TRENDING:

#IPL 2019: RCB vs CSK : দারুণ লড়াই ধোনির, রুদ্ধশ্বাস ম্যাচে জিতল আরসিবি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু : জয়ের জন্য চেন্নাইয়ের সামনে লক্ষ্য ১৬২৷ এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে বিষয়টা মোটেই মধুর হল না সিএসকে -র ৷ মহেন্দ্র সিং ধোনি এদিন ৪০০০ রান করার পাশাপাশি দলের দুঃসময়ে ৩৫ বলে ৫০ করে ফেলেন ৷ বিরাট বাহিনীর দাপটের সামনে প্রতিরোধ হয়ে খাড়া ছিল তাঁর ব্যাট ৷ এদিন যেভাবে খেললেন ধোনি তাতে কুর্নিশ তাঁক ৷ আরও একবার ম্যাচ পুরো বার করে ফেলেছিলেন ফিনিশার ধোনি ৷ ৪৮বলে ৮৪ রান করেন ৷ মারেন ৫ টি চার , ৭ টি ছয় ৷ শেষ বলে এক রানের মরিয়া চেষ্টায় জল ঢেলে দেন পার্থিব প্যাটেল ৷ তাঁর ডিরেক্ট থ্রো ম্যাচকে সুপার ওভারে গড়াতে দেয়নি ৷
advertisement

Photo Courtesy- IPL/BCCI

এদিন নিয়মিত ব্যবধানে উইকেট হারাচ্ছিলেন ধোনি এন্ড কোং ৷ শুরুতেই বড় ধাক্কাটা দেন ডেল স্টেইন ৷ কলকাতা-র বিরুদ্ধে ম্যাচে কাঁপিয়ে দেওয়ার পর এদিনও ঝকঝকে অভিজ্ঞ ডেল স্টেইন ৷ পরপর দু বলে আউট করে দেন শেন ওয়াটসন ও সুরেশ রায়নাকে ৷ রায়না ০ রানে ও ওয়াটসন ৫ রানে আউট হয়ে যান ৷

advertisement

Photo Courtesy- IPL/BCCI

ফ্যাফ ডু প্লেসিকেও ৫ রানেই পেরত পাঠান উমেশ যাদব ৷ এরপর তাড়াতাড়ি ফিরে যান কেদার যাদবও ৷ কিন্তু অম্বাতি রায়়ডুকে সঙ্গে নিয়ে একটা চেষ্টা করছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ এমন সময় চাহালের বলে আউট হয়ে যান ৷ তিনি ফিরে যান ২৯ বলে ২৯ রান করে ৷ রবীন্দ্র জাডেজা ্১১ করে আউট হন, আর ব্র্যাভো আউট হন ৩ বলে ৫ রান করে ৷

advertisement

এদিন এর আগে ২০ ওভারে আরসিবি ৭ উইকেটে ১৬১ রান তোলে ৷ এদিন চেন্নাইয়ের হয়ে দুটি করে উইকেট নেন চাহার, শার্দুল ঠাকুর ও ব্র্যাভো ৷

Photo Courtesy- IPL/BCCI

বেঙ্গালুরুতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২০ ওভারে    করল আরসিবি ৷ এদিন বিরাট তাড়াতাড়ি আউট হয়ে গেলেও দায়িত্বপূর্ণ ইনিংস খেললেন পার্থিব প্যাটেল ৷ আইপিএলের ৩০ তম এবং এই মরসুমের দ্বিতীয় অর্ধশতরান করে ফেললেন ৷ ৩৬ বলে ৫৩ রান করে ডয়েন ব্র্যাভোর বলে আউট হন তিনি ৷ এদিনের পার্থিবের ইনিংস সাজানো ২ টি চার ৪ টি ছয় দিয়ে ৷

advertisement

এদিন স্টোয়ানিস আউট হন এক দুদ্ধর্ষ ক্যাচে ১৪ রানে ৷ মোয়েন আলি২৬ রানে আউট হন ৷

KKR -র বিরুদ্ধে ম্যাচে দুরন্ত শতরান করেছিলেন বিরাট কোহলি ৷ আর সেই কোহলিকেই বোতলবন্দি করে মাত্র ৯ রানে প্যাকআপ করে দিলেন মাহি ৷ খেলার বয়স তখন ২.৩ ওভারে দীপক চাহারের বলে ধোনির হাতেই ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন বিরাট ৷

advertisement

তবে অবশ্য বিরাট আউট হলেও আরসিবি-র ইনিংস স্বচ্ছন্দেই এগোচ্ছে ৷ এই ম্যাচে এবি ডিভিলিয়ার্স দলে ফিরেছেন যা বাড়তি ভরসা যোগাচ্ছে বিরাটের দলকে ৷ তবে তিনি এদিন ২৫ রানে আউট হন ৷এদিন আকাশদীপ  নাথ আউট হন ২৪ রান করে ৷

এখন থেকে বিরাট কোহলির দলের কাছে প্রতিটা ম্যাচই সেমিফাইনাল ৷ যে জায়গায় আরসিবি রয়েছে তাতে প্রতিটা ম্যাচে জিতলে তবেই মিলতে পারে শেষ চারের টিকিট ৷ অন্যদিকে ধোনি ব্রিগেড লিগ টেবলের এক নম্বরে থাকলেও গত ম্যাচেই হেরেছ ফলে জয়ের ধারায় তারা ফিরতে মরিয়া  ৷

আইপিএলে পিঠে স্প্যাজমের জন্য সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারেননি চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ আর সেই ম্যাচে হার স্বীকার করতে হয়েছিল তাঁর দলকে ৷ ৬ উইকেটে জিতেছিল হায়দরাবাদ ৷

এদিকে এদিন ম্যাচ শুরুর আগে মালদ্বীপের প্রেসিডেন্টের হাতে জার্সি তুলে দেন দুই আইপিএল দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, ও বিরাট কোহলি ৷

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
প্রশিক্ষণ ছাড়াই পাওয়ার লিফটিংয়ে বাজিমাত! রাজ্যস্তরীয় প্রতিযোগিতায় তৃতীয় ভাস্কর
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
#IPL 2019: RCB vs CSK : দারুণ লড়াই ধোনির, রুদ্ধশ্বাস ম্যাচে জিতল আরসিবি