TRENDING:

#IPL2019: ডেথ ওভারে তিনিই সেরা, প্রমাণ করলেন জসপ্রীত বুমরাহ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু :  জসপ্রীত বুমরাহ ডেথ ওভার বোলিংয়ে কতটা মারাত্মক হতে পারেন তা আবার প্রমাণিত হল বৃহস্পতিবার ৷ আরসিবি-বিরুদ্ধে টানটান ম্যাচে শেষ কয়েক ওভারে সেরা নিয়ন্ত্রিত বোলিংয়ের প্রমাণ রাখলেন তিনি ৷এ বি ডিভিলিয়ার্স মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যেভাবে দাপট দেখাচ্ছিলেন তাতে একসময় ম্যাচ আরসিবি জিতে গেল এমনটাই মনে হচ্ছিল ৷ কিন্তু চাপের মুখে আরও একবার সেরা বোলিং করলেন ডিভিলিয়ার্স ৷
advertisement

এ বি ডিভিলিয়ার্স ও শিমরন হেটমেয়ারের মতো দারুণ দুই ব্যাটসম্যানের বিরুদ্ধে দুটি দুর্দান্ত ওভার বল করেছিলেন বুমরাহ ৷ টি-টোয়েন্টি ক্রিকেটে দুটি ডেথ ওভারে মাত্র ৬ রান দেন তিনি ৷

হেটমেয়ারকে ১৭তম ওভারে আউট করে ম্যাচ মুম্বইয়ের দিকে ঘুরিয়ে দেন তিনি ৷ এরপর গ্র্যান্ডহোমের বিরুদ্ধে চারটি ডট বল করেন ৷ আর তাঁর ১৯ ওভার ছিল আরও দারুণ ৷ কিউয়ি অলরাইন্ডারকে আউট করার পাশাপাশি তিনি ডিভিলিয়ার্সকে যেভাবে আটকে রাখেন তা নিঃসন্দেহে কুর্নিশযোগ্য ৷ বিভিন্ন লেংথ ভেরিয়েশনে বল করেন তিনি ৷ তারপর মালিঙ্গাকে ফাইনাল ওভারের বল তুলে দেন ৷ তিনি মাত্র ৫ রান দেন এবং মালিঙ্গার বিরুদ্ধে শেষ ওভারে আরসিবি-কে করতে হত ১৭ রান ৷

advertisement

বুমরাহের ডেথ ওভারে ডট বলের পার্সেন্টেজ ২৯.৩০ শতাংশ ৷ তার প্রায় প্রতি ১৬ বল অন্তর ডট বল হয় ৷

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
#IPL2019: ডেথ ওভারে তিনিই সেরা, প্রমাণ করলেন জসপ্রীত বুমরাহ