২০১৭ পর্যন্ত মিলিয়ন বেবির সম্প্রচারের দায়িত্ব সোনি। তার পরের বছর কারা দায়িত্ব নেবে তা ঠিক করতেই টেন্ডার ডেকেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সুপ্রিম কোর্টের রায়কে কার্যত উপেক্ষা করেই এই টেন্ডার ডাকা হয়েছিল। সোমবার বোর্ডের এই টেন্ডারের উপর স্থগিতাদেশ দিয়ে দেয় লোধা কমিশন। সুপারিশ কার্যকর না হওয়া পর্যন্ত তা সম্ভব নয় বলে নির্দেশ দেওয়া হয়। আঠেরো কোম্পানি ইতিমধ্যেই বোর্ডের ডাকে সাড়া দিয়েছিল। কিন্তু লোধার নির্দেশে, আপাতত ষোলো হাজার কোটি টাকার রাজস্ব হারাতে চলেছে বিসিসিআই। বোর্ডের এই বিপাকেও আইপিএল নিয়ে আশাবাদী সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
advertisement
এদিকে ক্যারিবিয়ানদের হারাতে বিশেষ বেগ পেতে হল না পাকিস্তানকে ৷ দ্বিতীয় ইনিংসে লেগ স্পিনার ইয়াসির শাহের ৬ উইকেটের দাপটে পাকিস্তান দ্বিতীয় টেস্টে ১৩৩ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজকে। ২-০ এগিয়ে তিন ম্যাচের সিরিজও জিতলেন মিসবারা। ওয়েস্ট ইন্ডিজ আগের দিনের ১৭১-৪ থেকে এ দিন দ্বিতীয় ইনিংস শেষ করে ৩২২ রানে। ব্ল্যাকউড (৯৫) বাদে কেউ প্রতিরোধ দিতে পারেননি।