জয়পুরের এক কিশোরী সাঙ্গানার সদর থানায় যশ দয়ালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ করেন, যশ দয়াল তাঁকে ক্রিকেটে কেরিয়ার গড়ার প্রলোভন দেখিয়ে যৌন শোষণ করেছেন। নাবালিকার দাবি, দয়াল নিজেকে একজন প্রভাবশালী ক্রিকেটার হিসেবে উপস্থাপন করতেন। ক্রিকেট সংক্রান্ত সুযোগ ও ভবিষ্যতের সহায়তার প্রতিশ্রুতি দিয়ে তাকে প্রভাবিত করতেন।
তার বিবৃতি অনুযায়ী, নির্যাতন যখন হয়েছিল তখন তিনি নাবালিকা ছিলেন। পরে তাকে হুমকি দেওয়া হয় বলেও দাবি করেছেন তিনি। শুনানির সময় যশ দয়ালের পক্ষে দাবি করা হয়েছিল, সব অভিযোগ মিথ্যে এবং সম্পর্ক হয়েছিল দুপক্ষের মতেই।
advertisement
প্রসিকিউশন ও ভুক্তভোগীর আইনজীবী আবেদনটির বিরোধিতা করেন। তারা বলেন, নাবালিকাদের ক্ষেত্রে সম্মতি প্রাসঙ্গিক নয় এবং প্রাথমিক প্রমাণ তাদের হাতে রয়েছে।
আরও পড়ুন- রবি শাস্ত্রী ইংল্যান্ডের কোচ! ইংরেজদের দম্ভ শেষ! তারকা কোচ ডুবিয়েছে দলকে…
যশ দয়ালের ক্রিকেট কেরিয়ার ইতিমধ্যেই শেষ হওয়ার মুখে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ফ্র্যাঞ্চাইজি তাঁকে আইপিএল ২০২৬ মরশুমের জন্য ধরে রেখেছে। তারাও এবার সমালোচনার মুখে পড়েছে। পকসো মামলার মধ্যে থাকার পরও তাঁকে দলে রাখা নিয়ে অনেকে তুলোধনা করছেন। দয়াল আইপিএল ২০২৫ ফাইনালের পর থেকে কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি। অগাস্ট ২০২৫-এ ইউপি টি২০ লিগ থেকেও সরে যান। উত্তরপ্রদেশের রানজি ট্রফি স্কোয়াড থেকে তাঁর বাদ পড়েন।
