এসসিজি টেস্টের পঞ্চম দিনে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচে ট্যুইটারে ভাইরাল হয়েছিল এই বিশেষ ধরণের ফিল্ডিংয়ের ছবি৷ ট্যুইটারে সকলেই ভালোবাসা উজাড় করে দিয়েছিলেন৷
আরও পড়ুন - IPL 2022: আইপিএল Venue নিয়ে জোর চিন্তায় BCCI, করোনার বাড়বাড়ন্তে ফের কি বিদেশেই টুর্নামেন্ট
ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া অ্যাশেজ সিরিজে -র চতুর্থ টেস্ট ম্যাচে কোনওক্রমে ড্র করেছে ইংল্যান্ড৷ স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন শেষ তিন ওভার ব্যাট করে ইংল্যান্ডকে টানা চতুর্থ হারের থেকে বাঁচান৷ ট্যইটারে ছবি দেখেই কেকেআর ধোনিকে একহাত নেয়৷ এই একইরকমের পরিস্থিতিতে ধোনি ছিলেন যখন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর তাঁকে একইভাবে ঘিরে ধরিয়েছিলেন৷
advertisement
এর উত্তরে নেটিজেনরা জানিয়েছিলেন নিজের ক্ষোভবিক্ষোভ তবে এবার ট্যুইটে ক্ষোভে ফুঁসে উঠলেন ধোনির সিএসকে সতীর্থ রবীন্দ্র জাদেজা৷ কেকেআরের পোস্টের নিচে তিনি লিখেছেন, “Its not a master stroke! Just a show off.”- অর্থাৎ ‘‘এটা মাস্টারস্ট্রোক নয়, এটা জাস্ট দেখনদারি৷’’
২০১৬-১৭ সালে সিএসকে (CSK ) আইপিএল থেকে নির্বাসিত হয়েছিল৷ রাইজিং পুনে সুপার জায়ন্টসের জার্সিতে খেলেছিলেন৷ তিনি দুই মরশুম ওই জার্সিতে খেলেছিলেন৷ তবে সিএসকে জার্সিতে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) যেরকম সফল সেই রকম সাফল্যের ধারেকাছেও পৌঁছননি পুনের জার্সিতে৷
আরও দেখুন - Bakkhali-তে Facebook Live চালিয়ে আত্মঘাতী পরিবার, ভিডিও
তার পরের মরশুমে অবশ্য চেন্নাই সুপার কিংস ফিরে আসে৷ ধোনি ফের ২০১৮ তে চেন্নাই সুপার কিংসের জার্সিতে ফেরেন৷ তিনি অগাস্টের ২০২০ তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধোনি৷ তাঁর অধিনায়কত্বে ২০২১ এও আইপিএল ট্রফি জেতে সিএসকে৷ আইপিএলের রেকর্ড বুক অনুযায়ি এটা তাদের চতুর্থ ট্রফি৷
আইপিএল ২০২২ মেগা নিলামে সিএসকে (CSK) জাদেজা, ধোনি, রতুরাজ গায়কোয়াড় ও মইন আলিকে ধরে রেখেছে৷