TRENDING:

IPL Cheerleaders Scary Experience: ‘সকলে চিৎকার করছিল’- পঞ্জাব বনাম দিল্লি ম্যাচে ঠিক কী হয়েছিল, কেমন করে ছড়াল আতঙ্ক ভাইরাল চিয়ারলিডারের ভিডিও

Last Updated:

IPL 2025 Postponed By BCCI: ভারত-পাকিস্তান বর্তমান পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আইপিএল ২০২৫

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ধরমশালা: বৃহস্পতিবার ধরমশালায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-র ম্যাচ বাতিল হওয়ার পর ভেন্যু থেকে এক চিয়ারলিডারের আতঙ্কিত মুখের একটি ভিডিও ভাইরাল হচ্ছে। পঞ্জাব কিংস (পিবিকেএস) এবং দিল্লি ক্যাপিটালস (ডিসি)-র মধ্যে খেলাটি ‘টেকনিক্যাল এরর’- অর্থাৎ প্রযুক্তিগত ত্রুটির কারণে মাঝপথে বাতিল করা হয়েছিল কারণ ফ্লাডলাইট কাজ করা বন্ধ করে দিয়েছিল।
আতঙ্ক ছুঁয়ে গেল ধরমশালায়- Photo Courtesy- X Account Video grab
আতঙ্ক ছুঁয়ে গেল ধরমশালায়- Photo Courtesy- X Account Video grab
advertisement

তবে, ম্যাচটি স্থগিত করার ঘটনাটি ঘটে যখন পাকিস্তান উত্তর ও পশ্চিম সীমান্তের ওপারে জম্মু ও জয়সলমীরের মতো শহরগুলি সহ একাধিক ভারতীয় শহরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। পরিস্থিতি আরও খারাপ হতে পারে এই ভয়ের সঙ্গে সঙ্গে স্টেডিয়ামের ফ্লাডলাইট বন্ধ করে দেওয়া হয়, ম্যাচ স্থগিত করা হয় এবং ফ্যানদের সরিয়ে নেওয়া হয়।

advertisement

ধরমশালা পাকিস্তান সীমান্ত থেকে খুব বেশি দূরে নয় এবং ১১ মে এই ভেন্যুতে যে খেলাটি হওয়ার কথা ছিল তা আগেই ভারতের অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের সীমান্তে আক্রমণ শানানোর কারণে আহমেদাবাদে স্থানান্তরিত করা হয়েছিল৷ কিন্তু বৃহস্পতিবারের পিবিকেএস বনাম দিল্লি ক্যাপিটাল্স ম্যাচটি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কোনও কারণে সরায়নি৷ ফলে ৮ মে ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল তারা। তা সত্ত্বেও ম্যাচ চলাকালীন যেই ফের পাকিস্তানের ড্রোন ও মিসাইল উৎক্ষেপণ শুরু হয় তখন কোনও দুর্ঘটনা ঘটার আগেই  ভাল বুদ্ধির পরিচয় দিয়েছিল আইপিএল পরিচালন সমিতি৷

advertisement

দেখুন চিয়ারলিডারের ভয় পাওয়া মুহূর্তের ভাইরাল ভিডিও (Viral Video)

advertisement

আইপিএল চিয়ারলিডার: সবাই চিৎকার করছিল  ‘বোমা আসছে’

আইপিএলের এই ম্যাচে  একজন চিয়ারলিডার সোশ্যাল মিডিয়ায় ঘটনাস্থলে উপস্থিত সকলের ভয়ের কথা শেয়ার করেছেন। “খেলার মাঝখানে পুরো স্টেডিয়াম খালি করে দেওয়া হয়েছিল। এটা খুবই ভয়াবহ ছিল,” ভাইরাল হওয়া একটি ভিডিওতে তিনি বলেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

“সবাই চিৎকার করছিল যে বোমা আসছে। এটা এখনও খুব ভয়ঙ্কর। আমরা সত্যিই ধর্মশালা ছেড়ে যেতে চাই। আমি আশা করি আইপিএলের আয়োজকরা আমাদের দেখাশোনা করবে।” তিনি আরও বলেন, ‘‘আমি জানি না কেন আমি কাঁদছি না; হয়তো আমি এখনও হতবাক।”

বাংলা খবর/ খবর/খেলা/
IPL Cheerleaders Scary Experience: ‘সকলে চিৎকার করছিল’- পঞ্জাব বনাম দিল্লি ম্যাচে ঠিক কী হয়েছিল, কেমন করে ছড়াল আতঙ্ক ভাইরাল চিয়ারলিডারের ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল