আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল সাফ জানিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত শুক্রবারের ম্যাচ হবে বলেই এখনও পর্যন্ত খবর। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অরুণ ধুমল বলেছেন,”সরকারের তরফে আমাদের কোনও নির্দেশ দেওয়া হয়নি। এখনও পর্যন্ত যা খবর তাতে ম্যাচ হবে। তবে প্রতি মুহূর্তে পরিস্থিতি বদলাচ্ছে। কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে তা মেনে নেওয়া হবে।”
advertisement
প্রসঙ্গত, জম্মুতে পাকিস্তানের হামলার পরই নিরাপত্তার কারণে আর কোনও ঝুঁকি নেওয়া হয়নি। ধরশালায় বন্ধ করা হয় দিল্লি-পঞ্জাব ম্যাচ। মাঠের আলো নিভিয়ে দেওয়া হয়। দর্শকদের মাঠ ছাড়তে বলা হয়। এর পরেই ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এমন উত্তেজনার পরিস্থিতিতে আইপিএলে ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। জরুরি ভিত্তিতে বৈঠকে বিসিসিআই কর্তারা।
মনে করা হয়েছিল, বৃহস্পতিবারের ম্যাচ বাতিলের পর, এবারের আইপিএল এখানেই স্থগিত হয়ে যেতে পারে। তবে কেন্দ্রীয় সরকারের তেমন কোনও সিদ্ধান্ত এখনও না আসায় শুক্রবারের ম্য়াচ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া শুক্রবারের ম্যাচ লখনউতে। ফলে সেখানে বিপদও কম। তবে শেষ পর্যন্ত কী হয় সেদিতে নজর সকলের।