এখনও পর্যন্ত টসের আগেই দুই দলের প্রথম একাদশ বেছে নিতে হয়। ইএসপিএন থেকে প্রাপ্ত একটি খবর অনুসারে, যদি কোনও দলের প্রথম একাদশ বদলাতে হয়, তাহলে সেটা টসের কিছুক্ষণের মধ্যেই করে ফেলতে হবে। সেক্ষেত্রে প্রথমে ব্যাটিং করবে নাকি বোলিং, তা বিচার করে দুটো দলই তাদের সেরা প্রথম একাদশ নিয়ে মাঠে নামতে পারবে।
advertisement
আরও পড়ুন - IND vs AUS: হার্দিক, কুলদীপের দুরন্ত বোলিং, চেন্নাইতে তাও চ্যালেঞ্জিং টোটাল অস্ট্রেলিয়ার
পাশাপাশি নিজেদের দলের ইমপ্যাক্ট ক্রিকেটারকে বেছে নিতেও যথেষ্ট সুবিধা হবে। আইপিএল সূত্রে এই খবর পাওয়া গিয়েছে, প্লেয়িং কন্ডিশনের এই পরিবর্তনের ব্যাপারে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ভারতে আয়োজিত দিন-রাতের ম্যাচে শিশির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। ফলে যারা দ্বিতীয় ইনিংসে বল করেন, তাদের অনেকটাই লোকসান হয়।
ভারতে তো অনেকসময় এমন ছবিও দেখতে পাওয়া গিয়েছে যে টসে জয়ী দল আলাদাই সুবিধা পেয়ে থাকেন। টসে জিতলেই ম্যাচ জিতবে, এমনও পরিস্থিতি অতীতে তৈরি হয়েছে। এবার টসের পর একজন অতিরিক্ত স্পিনার কিংবা পেসার কিংবা ব্যাটার দলে সামিল করতে পারেন। ফলে এখন আর টস জিতলেই ম্যাচ জিতব এমন সম্ভাবনা ফুরিয়ে যাওয়ার সময় এসেছে। বিশেষ সুবিধা পাবে না কেউ। দক্ষিণ আফ্রিকা লিগ সেটাই প্রমাণ করেছে।