কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) কোচ ব্রেন্ডন ম্যাককালাম ইঙ্গিত দিয়েছিলেন যে অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্সের জন্য আইপিএলের নিলামে ঝাঁপানো হতে পারে। যিনি দলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলে মন্তব্য করেছেন নাইট কোচ। সেই মতো অস্ট্রেলিয়া টেস্ট অধিনায়ক এর জন্য লড়াই করে ছিনিয়ে আনল শাহরুখ খানের দল।
advertisement
কেকেআর ছাড়াও প্যাট কামিন্সকে পেতে উৎসাহী ছিল গুজরাত টাইটান্স এবং লখনউ জয়েন্টস। শেষ পর্যন্ত কেকেআর ৭ কোটি ২৫ লাখ টাকা দিয়ে বাজিমাত করল। নিঃসন্দেহে কেকেআর অধিনায়ক হবেন প্যাট কামিন্স সেটা পরিষ্কার। আগেরবার ১৫:৫০ কোটি দিয়ে তাকে দলে নেওয়া হয়েছিল।
এবার পাওয়া গেল প্রায় অর্ধেক দামে। কিন্তু অভিজ্ঞতা, ভাল বোলিং এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকায় প্যাট কামিন্স কলকাতার ভাল সংযোজন বলা যায়। গতবার কেকেআর জার্সিতে ৭ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন তিনি। প্রয়োজনে নিচের দিকে ব্যাট হাতে রান করতে পারেন। তাই প্যাট কামিন্স প্রয়োজন অনুযায়ী কেকেআর দলের প্রয়োজন মেটাবেন বলা যায়।