সম্প্রতি দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি- ২০ সিরিজে শেষ ম্যাচে পরপর চার বলে শেষ চার উইকেট নিয়ে নজির গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডার। এই সিরিজে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকও তিনি। ২০১৩ সাল থেকে আইপিএল খেলছেন হোল্ডার। এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে ১২১ স্ট্রাইক রেটে ২৬ ম্যাচে ১৮৯ রান করেছেন তিনি, ওভারপিছু ৮ রানের সামান্য বেশি দিয়ে নিয়েছেন ৩৫ উইকেট।
advertisement
দেশের হয়ে এখনো পর্যন্ত ৩৫ টি-২০ ম্যাচ খেলেছেন হোল্ডার, এর মধ্যে ১২৩ স্ট্রাইক রেটে করেছেন ২৬২ রান, ওভারপিছু ৮ রান দিয়ে নিয়েছেন ৩৮ উইকেট। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-২০ ম্যাচে ২৭ রানে ৫ উইকেট নিয়ে কেরিয়ারের টি-২০ কেরিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ জেতান ওয়েস্ট ইন্ডিজের এই প্রাক্তন অধিনায়ক।
শেষ একদিনের ম্যাচে ভারতের বিরুদ্ধে চারটি উইকেট তুলে নিয়েছেন তিনি। জেসন হোল্ডার দলে যোগ দেওয়ার পর নতুন ফ্র্যাঞ্চাইজি বেশ শক্তিশালী হল সেটা বলাই যায়। মেন্টর হিসেবে রয়েছেন গৌতম গম্ভীর। মালিক সঞ্জিব গোয়েনকা। তিনি জানিয়েছেন হোল্ডার এবং কুইন্টন তাদের তালিকায় প্রথম থেকেই ছিল। এই দু'জনকে নিতে পেরে তারা খুশি।