টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি। শুরুটা ভাল করলেও বড় স্কোর করতে পারেনি দিল্লির দুই ওপেনার ফাফ ডুপ্লেসি ও অভিষেক পোড়েল। পোড়েল ২৮ ও ডুপ্লেসি ২২ রান করে আউট হন। রান পাননি করুন নায়ারওয ঘরের মাঠে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে দিল্লি ক্যাপিটালস। সেভাবে কোনও বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি। কিছুটা দলকে কার্যত একার হাতে টানেন কেএল রাহুল।
advertisement
আরও পড়ুনঃ IPL 2025: কোন দল জিতবে এবারের আইপিএল? বুকে পাথর চাপা দিয়ে বড় ভবিষ্যদ্বাণী যুবরাজ সিংয়ের!
কেএল রাহুল ও অক্ষর প্যাটেল কিছুটা টানার চেষ্টা করে দিল্লিকে। কিন্তু দিল্লি অধিনায়কও ১৫ রান করে আউট হন। কেএল রাহুল ঠান্ডা মাথায় ইনিংস চালিয়ে যান। তবে রানের গতিবেগ বাড়াতে গিয়ে ৪১ রানে সাজঘরে ফেরেন রাহুল। একটা সময় যখন মনে হচ্ছিল দিল্লির স্কোর ১৫০ পেরোবে না, তখন স্লগ ওভারে মারকাটারি ইনিংস খেলেন ট্রিস্টান স্টাবস। ১৮ বলে ৩৪ রানের ইনিংস খেলেন তিনি। আরসিবির হয়ে ভুবনেশ্বর কুমার ৩টি, জস হ্যাজেলউড ২টি উইকেট নেন। আরসিবির টার্গেট ১৬৩।