TRENDING:

RCB vs DC: দিল্লির মান বাঁচালেন রাহুল ও স্টাবস! জয়ের জন্য আরসিবির টার্গেট ১৬৩

Last Updated:

IPL 2025 RCB vs DC: একটা সময় মনে হয়েছিল লড়াই করার মত রানও থাকবে না দিল্লির ঝুলিতে। কিন্তু মিডল অর্ডারে চাপের মুহূর্তে কেএল রাহুলের ঠান্ডা মাথার ইনিংস ও শেষে স্লগ ওভারে ট্রিস্টান স্টাবসের ঝোড়ো ইনিংস দিল্লিকে সম্মানজনক স্কোরে পৌছে দেয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি: ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে খুব ব় স্কোর করতে পারল না দিল্লি ক্যাপিটালস। একটা সময় মনে হয়েছিল লড়াই করার মত রানও থাকবে না দিল্লির ঝুলিতে। কিন্তু মিডল অর্ডারে চাপের মুহূর্তে কেএল রাহুলের ঠান্ডা মাথার ইনিংস ও শেষে স্লগ ওভারে ট্রিস্টান স্টাবসের ঝোড়ো ইনিংস দিল্লিকে সম্মানজনক স্কোরে পৌছে দেয়। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান করে দিল্লি ক্যাপিটালস।
News18
News18
advertisement

টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি। শুরুটা ভাল করলেও বড় স্কোর করতে পারেনি দিল্লির দুই ওপেনার ফাফ ডুপ্লেসি ও অভিষেক পোড়েল। পোড়েল ২৮ ও ডুপ্লেসি ২২ রান করে আউট হন। রান পাননি করুন নায়ারওয ঘরের মাঠে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে দিল্লি ক্যাপিটালস। সেভাবে কোনও বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি। কিছুটা দলকে কার্যত একার হাতে টানেন কেএল রাহুল।

advertisement

আরও পড়ুনঃ IPL 2025: কোন দল জিতবে এবারের আইপিএল? বুকে পাথর চাপা দিয়ে বড় ভবিষ্যদ্বাণী যুবরাজ সিংয়ের!

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

কেএল রাহুল ও অক্ষর প্যাটেল কিছুটা টানার চেষ্টা করে দিল্লিকে। কিন্তু দিল্লি অধিনায়কও ১৫ রান করে আউট হন। কেএল রাহুল ঠান্ডা মাথায় ইনিংস চালিয়ে যান। তবে রানের গতিবেগ বাড়াতে গিয়ে ৪১ রানে সাজঘরে ফেরেন রাহুল। একটা সময় যখন মনে হচ্ছিল দিল্লির স্কোর ১৫০ পেরোবে না, তখন স্লগ ওভারে মারকাটারি ইনিংস খেলেন ট্রিস্টান স্টাবস। ১৮ বলে ৩৪ রানের ইনিংস খেলেন তিনি। আরসিবির হয়ে ভুবনেশ্বর কুমার ৩টি, জস হ্যাজেলউড ২টি উইকেট নেন। আরসিবির টার্গেট ১৬৩।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
RCB vs DC: দিল্লির মান বাঁচালেন রাহুল ও স্টাবস! জয়ের জন্য আরসিবির টার্গেট ১৬৩
Open in App
হোম
খবর
ফটো
লোকাল