উত্তেজনার কারণে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের অন্তত ১৮টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানবন্দর বন্ধ থাকায় মুম্বই দল ধর্মশালায় যেতে পারেনি । তবে ধর্মশালায় পঞ্জাব বনাম দিল্লি ম্যাচটি নির্ধারিত সময়েই হবে, কারণ উভয় দল পৌঁছে গিয়েছে। পঞ্জাব ও দিল্লির পরবর্তী ম্যাচ রবিবার। বিমান না চালায় তাদের সড়ক পথে বা ট্রেনে ভ্রমণ করতে হবে। এখনও কোনো চূড়ান্ত লজিস্টিকস নির্ধারিত হয়নি।
advertisement
গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল প্যাটেল TOI-কে নিশ্চিত করেছেন যে এই ম্যাচটি এখন আহমেদাবাদেই অনুষ্ঠিত হবে। এক ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা TOI-কে বলেছেন, “আমাদের খেলোয়াড়দের আরামের দিকটাও ভাবতে হচ্ছে। পাহাড়ি পথে ছোট বাসে যেতে হবে। তাই ভ্রমণ দুই ভাগে ভাগ করার পরিকল্পনা আছে, কিন্তু কিছুই এখনো চূড়ান্ত হয়নি।”
আরও পড়ুনঃ Team India Captain: রোহিতের পর কে ভারতের নতুন অধিনায়ক? ৪ জনের মধ্যে লড়াই! এগিয়ে কে? রইল আপডেট
২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকেই প্রতাঘাতের অপেক্ষায় ছিল গোটা দেশ। বুধবার ভোর রাতে ‘অপারেশন সিঁদুর’ লঞ্চ করে ভারতীয় সেনা। নিখুঁত লক্ষ্যে ৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। গুঁড়িয়ে দেওয়া হয়েছে লস্কর ই তইবা এবং জইস ই মহম্মদের একাধিক ঘাঁটি। সেনার এই সাফল্য গোটা দেশের জন্য গর্বের মুহূর্ত বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।