ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৭:৩০ টা থেকে। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ৪৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা ছিল। আর সেই সম্ভাবনা বাস্তবে রূপ পায়। টসের পর ম্যাচের এক বলও খেলার আগে থেকেই বৃষ্টি নামে আহমেদাবাদে। যারকারণে নির্ধারিত সময়ের পর দেড় ঘণ্টার অতিরিক্ত সময় পেরিয়ে গেলেও ম্যাচ শুরু করা যায়নি। সৌভাগ্যবশত, রাত ৯:৩০ টার মধ্যে খেলা শুরু করা গেলে ওভারের কোনও হ্রাস হবে না। ২০-২০ ওভারের পূর্ণাঙ্গ ম্যাচ হবে।
advertisement
তবে বৃষ্টি আগর তুলনায় কমলেও তা যে ফের নামবে না তার কোনও নিশ্চিয়তা নেই। খেলোয়াড় ও দর্শকরা এখনও শঙ্কার মধ্যে রয়েছেন—আবার যেন বৃষ্টি ফিরে না আসে। যদি খেলা বাতিল হয়ে যায়, তাহলে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকার কারণে পঞ্জাব কিংস সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। কারণ এই ম্যাচের জন্য কোনও রিজার্ভ ডে রাখা হয়নি। আইপিএলের নিয়ম অনুযায়ী, অন্তত ৫ ওভারের ম্যাচ আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করা হবে, যার কাট-অফ সময় রাত ১২:৫৬। রাত ৯.৩০-এর মধ্যে ম্যাচ শুরু করা না গেলে তারপর থেকে ওভার কমা শুরু হবে।
এক ঝলকে দেখে নিন মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ: রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, নমন ধির, হার্দিক পান্ডিয়া, রাজ অঙ্গদ বাওয়া, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা, রিস টপলি। ইমপ্যাক্ট সাব-অশ্বিনী কুমার, শ্রীজিৎ কৃষ্ণন, রঘু শর্মা, রবিন মিঞ্জ, বেভন জেকবস।
এক ঝলকে দেখে নিন পঞ্জাব কিংসের প্রথম একাদশ: প্রিয়াংশ আর্য, শ্রেয়স আইয়ার, জশ ইংলিশ, নেহাল ওয়াদেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টইনিস, আজমতুল্লা ওমরজাই, বিজয়কুমার বিশাখ, কাইল জেমিসন, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং। ইমপ্যাক্ট সাব-প্রভসিমরন সিং, জাভিয়ের বার্টলেট, হরপ্রীত ব্রার, সূর্যাংশ শেড়গে, প্রবীণ দুবে।