আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মেগা ম্যাচে টস ভাগ্য সাথ দেয় পঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ারের। টস জিতে প্রথমে বোলিংকরার সিদ্ধান্ত নিয়েছেন পঞ্জাব অধিনায়ক। রাতের দিকে উইকেট ব্যাটারদের জন্য বেশি সহায়তক হয়ে উঠচতে পারে, সেই কথা মাথায় রেখেই রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রেয়স আইয়ার। অপরদিকে, টস হারলেও তা নিয়ে ভাবতে নারাজ মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বড় ম্যাচের অভিজ্ঞতায় পঞ্জাবের থেকে অনেক এগিয়ে পাঁচবারের আইপিল জয়ীরা।
advertisement
এক ঝলকে দেখে নিন মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ: রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, নমন ধির, হার্দিক পান্ডিয়া, রাজ অঙ্গদ বাওয়া, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা, রিস টপলি। ইমপ্যাক্ট সাব-অশ্বিনী কুমার, শ্রীজিৎ কৃষ্ণন, রঘু শর্মা, রবিন মিঞ্জ, বেভন জেকবস।
আরও পড়ুনঃ IPL 2025: আইপিএলের পরই কলকাতায় আসছেন রোহিত শর্মা! উদ্যোগ নিয়েছেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়
এক ঝলকে দেখে নিন পঞ্জাব কিংসের প্রথম একাদশ: প্রিয়াংশ আর্য, শ্রেয়স আইয়ার, জশ ইংলিশ, নেহাল ওয়াদেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টইনিস, আজমতুল্লা ওমরজাই, বিজয়কুমার বিশাখ, কাইল জেমিসন, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং। ইমপ্যাক্ট সাব-প্রভসিমরন সিং, জাভিয়ের বার্টলেট, হরপ্রীত ব্রার, সূর্যাংশ শেড়গে, প্রবীণ দুবে।