টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টস। রোহিত শর্মা ১২ রান করে আউট হলেও মারকাটারি ব্যাটিং চালিয়ে যান রায়ান রিকেলটন। তাকে সঙ্গ দেন উইল জ্যাকস। দুজন মিলে দ্বিতীয় উইকেটে ৫৫ রানের পার্টনারশিপ করেন। মারকাটারি ইনিংস খেলে হাফ সেঞ্চুরি করেন রিকেলটন। ৩২ বলে ৫৮ রান করে আউট হন তিনি। এরপর উইল জ্যাকস ২৯ রান করে আউট হন।
advertisement
মাঝে একটা সময় দলকে কার্যত একার হাতে টানেন সূর্যকুমার যাদব। একদিক থেকে তিলক বর্মা ৬, হার্দিক পান্ডিয়া ৫ রান করে আউট হলেও নিজেক ঝোড়ো ব্যাটিং চালিয়ে যান সূর্যকুমার যাদব। হাফ সেঞ্চুরি পূরণ করেন স্কাই। ২৮ বলে ৫৪ রানের ইনিংস খেলার পর আউট হন সূর্যকুমার যাদব। স্লগ ওভারে কার্যকরী ইনিংস খেলেন নমন ধীর ও করবিন বশ। ১০ বলে ২০ রান করেন আউট হন বশ। ১১ বলে ২৫ রান ককে অপরাজিত থাকেন নমন ধীর। ৭ উইকেট হারিয়ে ২১৫ রানের বড় স্কোর করে মুম্বই।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে লখনউ সুপার জায়ান্টস। সেভাবে কোনও বড় পার্টনারশিপ গড়ে না ওঠায় ২১৬ রানের টার্গেট তাড়া করা কোনওভাবেই সম্ভব হয়মি লখনউ সুপার জায়ান্টসের। মিচেল মার্শ ৩৪, নিকোলাস পুরান ২৭, আয়ূষ বাদোনি ৩৫, ডেভিড মিলার ২৪ রানের ইনিংস খেললেও তা দলকে ভাল জায়গায় পৌছে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল না।
আরও পড়ুনঃ IPL 2025: ৫০ কোটির বেশি টাকা নিয়ে খেলছেন আইপিএলে! কিন্তু কাজের বেলায় এরা অষ্টরম্ভা! হতাশ দল ও ফ্যান!
সেট হয়েও এই চার ব্যাটার বড় স্কোর করতে পারেননি। ২৭ কোটির ঋষভ পন্থ এদিন ফের ব্যর্থ হন। মাত্র ৪ রান করেন তিনি। শেষের দিকে পরপর উইকেট হারিয়ে ম্যাচ হাত থেকে বেরিয়ে যায় এলএসজির। ১৬১ রানে শেষ হয় এলএসজির ইনিংস। এদিন মুম্বইয়ের হয়ে আগুন ঝরানো স্পেল করেন জসপ্রীত বুমরাহ। ৪ ওভারে ২২ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। এছাড়া ট্রেন্ট বোল্ট ৩টি, উইল জ্যাকস ২টি, করবিন বশ একটি উইকেট নেন।