নামের জন্য নয়, নিজের বয়স ও কাজের জন্যই আইপিএল ২০২৫ মেগা নিলামের আগে সংবাদ শিরোনামে উঠে এসেছেন বৈভব সূর্যবংশী। আপনারা জানলে অবাক হবে এই ক্রিকেটারের বয়স মাত্র ১৩ বছর। আইপিএলের ইতিহাসে সবথেকে কনিষ্ঠতম প্লেয়ার হিসেবে নিলামে অংশগ্রহণকারী হয়ে নজির গড়েছে বিহারের এই কিশোর।
ভারত বনাম অস্ট্রেলিয়ার অনূ্র্ধ্ব ১৯ ইয়ুথ টেস্ট সিরিজে শতরান করে সকলকে অবাক করে দেন বৈভব সূর্যবংশী। বয়স কম হলেও বড় মঞ্চে নিজেকে প্রমাণ করতে যে সে তৈরি তা বুঝিয়ে দেন বৈভব। বাঁ হাতে ব্যাটিং-এর পাশাপাশি বাঁ হাতে স্পিন বলও করে সে। এই মাসেই অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ শুরু হচ্ছে। সেই এশিয়া কাপে ভারতীয় দলের অংশ বৈভব।
advertisement
মাত্র ১৩ বছর বয়সেই জানুয়ারি মাসে বিহারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেছিলেন বৈভব সূর্যবংশী। যদিও এখনও পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেনি সে। ১০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে বৈভব করেছে মাত্র ১০০ রান। সর্বোচ্চ স্কোর ৪১। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি তাকে লাইমলাইটে এনে দেন।
আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় বসতে চলেছে আইপিএল ২০২৫-এর মেগা নিলাম। সেখান চূড়ান্ত ৫৭৪ জনের তালিকায় নাম রয়েছে বৈভবের। নিলামের তালিকায় ৪৯১ নম্বর স্থানে রয়েছে সে। ৬৮ নম্বর সেটে আনক্যাপড প্লেয়ার হিসেবে নাম উঠবে বৈভবের। তরুণ প্রতিভার জন্য কেকেআ দর হাঁকায় কিনা সেটাই দেখার।