আইপিএল ভারতীয় ক্রিকেটকে খুঁজে দিয়েছে একাধিক প্রতিভা। অন্ধকার এঁদো গলি থেকে স্বপ্নের রাজপথে পৌছে দিয়েছে অনেক তরুণকে। সেই তালিকায় নতুন সংযোজন হলেন বৈভব সূর্যবংশী। আইপিএব নিলামের প্রথম পর্বে অবিক্রিত ছিলেন তিনি। কিন্তু শেষ যখন তার নাম বাছাই করে ফের নিলামে তোলা হয়। তখন দল পেয়ে ইতিহাস তৈরি করলেন বিহারের বাঁ হাতি ব্যাটার।
advertisement
৩০ লক্ষ টাকা বেস প্রাইজ ছিল বৈভব সূর্যবংশীর। নিলামে তার জন্য দর হাঁকায় রাজস্থান রয়্যালস। দিল্লি ক্যাপিটালসও বৈভবকে দলে নেওয়ার জন্য চেষ্টা করে। নিলামের টেবিলে দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে জোর টক্কর হয় ১৩ বছরের ক্রিকেটারকে দলে পাওয়ার জন্য। শেষ পর্যন্ত ১ কোটি ১০ লক্ষ টাকা দিয়ে বিড জিতে বৈভব সূর্যবংশীকে দলে নেয় রাজস্থান রয়্যালস।
আরও পড়ুনঃ KKR News: নিলামের টেবিলেই ঠিক হয়ে গেল কেকেআরের নতুন অধিনায়ক! কে হচ্ছে নাইটদের নতুন সেনাপতি?
প্রসঙ্গত, নামের জন্য নয়, নিজের বয়স ও কাজের জন্যই আইপিএল ২০২৫ মেগা নিলামে ইতিহাস তৈরি করলেন তিনি। ভারত বনাম অস্ট্রেলিয়ার অনূ্র্ধ্ব ১৯ ইয়ুথ টেস্ট সিরিজে শতরান করে সকলকে অবাক করে দেন বৈভব সূর্যবংশী। বয়স কম হলেও বড় মঞ্চে নিজেকে প্রমাণ করতে যে সে তৈরি তা বুঝিয়ে দেন বৈভব। বাঁ হাতে ব্যাটিং-এর পাশাপাশি বাঁ হাতে স্পিন বলও করে সে। এই বয়সে বড় বড় ছক্কা মারতেও সিদ্ধহস্তক বৈভব।
