ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় লখনউ। ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ম্যাচেও বড় রান করতে পারেনি অভিষেক শর্মা। মাত্র ৬ রান করে আউট হন তিনি। গত ম্যাচের শতরানকারী ঈশান কিশান এদিন খাতাই খুলতে পারেননি। ট্রেভিস হেডের ঝোড়ো ৪৭ ও অনিকেট ভার্মার মারকাটারি ৩৬ রান করেন। এছাড়া নীতিশ কুমার রেড্ডি ৩২ ও হেনরিক ক্লাসেন ২৬ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান করে হায়দরাবাদ। এলএসজির হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন শার্দুল ঠাকুর।
advertisement
আরও পড়ুনঃ Quinton De Kock: চিয়ারলিডারের রূপে পাগল ডি’কক! তারপর যা ঘটালেন কেকেআর তারকা? জানলে অবাক হবেন
রান তাড়া করতে নেমে এডেম মার্করাম শুরুতে আউট হলেও দ্বিতীয় উইকেট বিধ্বংসী পার্টনারশিপ করে মিচেল মার্শ ও নিকোলাস পুরান। ৪৩ বলে ১১৬ রানের পার্টনারশিপ করে এলএসজির জয় নিশ্চিত করেন দেন। ৩১ বলে ৫২ রান করেন মার্শ ও ২৬ বলে ৭০ রানের ইনিংস খেলেন পুরান। এরপর দ্রুত কয়েকটি উইকেট পড়লেও জয় পেতে কোনও সমস্যা হয়নি। ফের ব্যাট হাতে রান পাননি ২৭ কোটির ঋষভ পন্থ। ডেভিড মিলার ১২ ও আবদুল সামাদ ২২ রানে অপরাজিত থাকেন। ২৩ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় এলএসজি।