TRENDING:

IPL-এ গড়াপেটার ছায়া! ব্যাটে বল লাগল না, হেঁটে বেরিয়ে গেল ব্যাটার, আজব কাণ্ড

Last Updated:

ঈশান কিষাণ যা করলেন তাতে অনেকগুলো প্রশ্ন একসঙ্গে উঠে গেল। একদিকে, আলট্রা এজ দেখাল তিনি আউট নন। মুম্বই ইন্ডিয়ান্সের কোনও খেলোয়াড় আউটের আবেদন করলেন না। এদিকে তিনি মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: নিন্দুকেরা বারবার বলে এসেছেন, আইপিএলে গড়াপেটা হয়। সে কথা যে ভুল নয়, তা কয়েক বছর আগে প্রমাণিত। ম্যাচ আর স্পট ফিক্সিং-এর বদনাম নিয়েই জনপ্রিয়তার তুঙ্গে আইপিএল। তবে এবার আরও একবার আইপিএলে এমন কাণ্ড ঘটল, যা দেখে নিন্দুকেরা আরেকবার যেন তাঁদের সেই পুরনো দাবি তুলতে পারেন।
News18
News18
advertisement

ঈশান কিষাণ যা করলেন তাতে অনেকগুলো প্রশ্ন একসঙ্গে উঠে গেল। একদিকে, আলট্রা এজ দেখাল তিনি আউট নন। মুম্বই ইন্ডিয়ান্সের কোনও খেলোয়াড় আউটের আবেদন করলেন না। এদিকে তিনি মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন! ওদিকে আবার আম্পায়ার বিনোজ শেসান প্রথমে ওয়াইডের সিগন্যাল দিতে গিয়েও থমকে গেলেন। তার পর আউটের সিগন্যাল দিয়ে আঙুল তুলে দেন। ততক্ষণে ইশান কিষাণ মাঠ ছাড়ার জন্য তৈরি।

advertisement

এদিন দীপক চাহারের বল লেগ সাইডের বাইরে যাচ্ছিল। ইশানের ব্যাট-বলে হয়নি। মুম্বই ইন্ডিয়ান্সের উইকেট কিপার রায়ান রিকেলটন ধীরে সুস্থে বল তালুবন্দি করেন। তখনই আম্পায়ার প্রথমে ওয়াইড দেওয়ার জন্য দুহাত তুলতে যান। তার পর আচমকা এক হাত নামিয়ে নেন, তার পর আউট-এর সিগন্যাল দেখান।

আরও পড়ুন- বন্দে ভারতে সৌরভ! ট্রেনে চাপলেন দাদা, ৮ বছর আগে যা হয়েছিল, ভয়ানক সে কাণ্ড!

advertisement

ওদিকে ঈশান কিষান কারও জন্য অপেক্ষা না করে ডাগ আউটের দিকে হাঁটা লাগান। সেই সময় মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ছুটে আসেন এবং ঈশান কিষানের হেলমেটে চাপড় মেরে যান। হার্দিকের সেই ইঙ্গিত বুঝিয়ে দেয়, ইশান কিষাণের খেলার প্রতি সততা দেখে তিনি আপ্লুত। এই পর্যন্ত তবুও সব ঠিকঠাক ছিল। তবে আসল খেলা হল এর পর। গোলমাল হল তখনই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

কয়েকটা ডেলিভারির পর আলট্রা এজে আচমকা দেখানো হয়, দীপক চাহারের সেই বল ঈশান কিষানের ব্যাটেই লাগেনি। কোনও স্পাইক ছিল না আলট্রা এজ রিপ্লেতে। তা হলে কেন মাঠ ছাড়লেন ইশান! প্রশ্ন থেকেই গেল।

বাংলা খবর/ খবর/খেলা/
IPL-এ গড়াপেটার ছায়া! ব্যাটে বল লাগল না, হেঁটে বেরিয়ে গেল ব্যাটার, আজব কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল