ঈশান কিষাণ যা করলেন তাতে অনেকগুলো প্রশ্ন একসঙ্গে উঠে গেল। একদিকে, আলট্রা এজ দেখাল তিনি আউট নন। মুম্বই ইন্ডিয়ান্সের কোনও খেলোয়াড় আউটের আবেদন করলেন না। এদিকে তিনি মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন! ওদিকে আবার আম্পায়ার বিনোজ শেসান প্রথমে ওয়াইডের সিগন্যাল দিতে গিয়েও থমকে গেলেন। তার পর আউটের সিগন্যাল দিয়ে আঙুল তুলে দেন। ততক্ষণে ইশান কিষাণ মাঠ ছাড়ার জন্য তৈরি।
advertisement
এদিন দীপক চাহারের বল লেগ সাইডের বাইরে যাচ্ছিল। ইশানের ব্যাট-বলে হয়নি। মুম্বই ইন্ডিয়ান্সের উইকেট কিপার রায়ান রিকেলটন ধীরে সুস্থে বল তালুবন্দি করেন। তখনই আম্পায়ার প্রথমে ওয়াইড দেওয়ার জন্য দুহাত তুলতে যান। তার পর আচমকা এক হাত নামিয়ে নেন, তার পর আউট-এর সিগন্যাল দেখান।
আরও পড়ুন- বন্দে ভারতে সৌরভ! ট্রেনে চাপলেন দাদা, ৮ বছর আগে যা হয়েছিল, ভয়ানক সে কাণ্ড!
ওদিকে ঈশান কিষান কারও জন্য অপেক্ষা না করে ডাগ আউটের দিকে হাঁটা লাগান। সেই সময় মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ছুটে আসেন এবং ঈশান কিষানের হেলমেটে চাপড় মেরে যান। হার্দিকের সেই ইঙ্গিত বুঝিয়ে দেয়, ইশান কিষাণের খেলার প্রতি সততা দেখে তিনি আপ্লুত। এই পর্যন্ত তবুও সব ঠিকঠাক ছিল। তবে আসল খেলা হল এর পর। গোলমাল হল তখনই।
কয়েকটা ডেলিভারির পর আলট্রা এজে আচমকা দেখানো হয়, দীপক চাহারের সেই বল ঈশান কিষানের ব্যাটেই লাগেনি। কোনও স্পাইক ছিল না আলট্রা এজ রিপ্লেতে। তা হলে কেন মাঠ ছাড়লেন ইশান! প্রশ্ন থেকেই গেল।