ওই মহিলার হাতে থাকা হলুদ রঙের পোস্টারে হিন্দিতে লেখা ছিল, “আরসিবি চ্যাম্পিয়ন না হলে স্বামীকে ডিভোর্স দেব।” লাল শাড়ি পরিহিতা ওই মহিলার ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের মধ্যে এই পোস্টার ঘিরে তৈরি হয় হাস্যরসের ঢেউ। কেউ লিখেছেন, “আরসিবি জিতুক বা না-ই জিতুক, ডিভোর্স তো হয়েই যাবে!” কেউ আবার বলেছেন, “এটাই ফ্যানেদের আসল ভালোবাসা!”
advertisement
উল্লেখ্য, ২০০৯, ২০১১ এবং ২০১৬— এই তিনবার ফাইনালে উঠেও ট্রফি অধরা থেকেছে আরসিবির। তাই এবারের সুযোগ আর হাতছাড়া করতে নারাজ সমর্থকরা। প্ল্যাকার্ডধারী ওই মহিলার মতো অগণিত অনুরাগী চান, এবার যেন চূড়ান্ত সাফল্য ধরা দেয় প্রিয় দলের হাতে।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করলেন বৈভব সূর্যবংশী, যা করলেন ১৪ বছরের তারকা, ভাইরাল নেট দুনিয়ায়
যদিও ‘ডিভোর্স’-এর হুমকি নিছক রসিকতা, তবে তাতে আরসিবি প্রেমের অন্তর্নিহিত গভীরতা স্পষ্ট। এমন এক উন্মাদনার মুহূর্তেই প্রমাণিত— ক্রিকেট শুধু খেলোয়াড়দের নয়, সমর্থকদেরও যুদ্ধ। ৩ জুন আইপিএল ফাইনালে নামবে আরসিবি। অবশেষে কোহলিদের ট্রফির খরা কাটে কিনা তার জন্য দিন কয়েকের অপেক্ষা।