ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সিএসকে। প্রথম থেকেই চেন্নাইয়ের যেই ব্যাটারই ক্রিজে এসেছেন বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেছেন। গুজরাত টাইটান্সের বোলিং অ্যাটাক নিয়ে কার্যত ছেলেখেলা করে সিএসকে ব্যাটাররা। ডেভন কনওয়ে ও ডিওয়াল্ড ব্রেভিসের হাফ সেঞ্চুরিতে ভর করে ২০০ রানের গন্ডি টপকে যায় সিসএকে। ব্রেভিসের ৫৭, কনওয়ের ৫২ রানের ইনিংস ছাড়াও আয়ূষ মাত্রে ৩৪, উর্ভিল প্যাটেল ৩৭, শিবম দুবে ১৭ ও রবীন্দ্র জাদেজা ২১ রান করেন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩০ রান করে চেন্নাই সুপার কিংস।
advertisement
আরও পড়ুনঃ Shubman Gill: অধিনায়ক হয়েই বড় কথা বলে দিলেন শুভমান গিল, জানিয়ে দিলেন তাঁর নেতৃত্বের ধরন
বড় টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হতে হয় গুজরাত টাইটান্সকে। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লিগ টেবিলের এক নম্বরে থাকা দল। সাই সুদর্শনের ৪১ রানের ইনিংস ছাড়া আর কোনও গুজরাত ব্যাটার সম্মানজনক স্কোর করতে পারেনি। নুর আহমেদ ও রবীন্দ্র জাদেজার ভেলকি এবং আনশুল কাম্বোজ, খালিল আহমেদ, মাথিসা পাথিরানার পেস অ্যাটাকের সামনে দাঁড়াতে পারেনি গুজরাত। শেষ পর্যন্ত ১৪৭ রানে অলআউট হয়ে যায় জিটি। ৮৩ রানে ম্যাচ জিতল সিএসকে।