রাতের ম্যাচে একদিকে যে ফ্র্যাঞ্চাই ক্রিকেট হার্দিক পান্ডিয়াকে তৈরি করেছে সেই মুম্বই ইন্ডিয়ান্স। ২ বছর পর নিজের প্রথম আইপিএল দলে অধিনায়ক হিসেবে ফিরেছেন হার্দিক। অপরদিকে, যে দলকে শেষ দুটি মপশুমে একবার চ্যাম্পিয়ন ও একবার রানার্স করেছেন হার্দিক পান্ডিয়া সেই গুজরাত টাইটান্স। একইসঙ্গে এই ম্যাচে অধিনায়ক হিসেবে আইপিএল অভিষেক হবে শুভমান গিলের। এছাড়া প্রথমবার হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে খেলবেন ৫ বার মুম্বইকে আইপিএল জেতানো রোহিত শর্মা। জল্পায় রয়েছে রোহিত-হার্দিক সম্পর্কও। ফলে এই ম্যাচের নানা সমীকরণের কারণই উন্মাদনা বাড়িয়ে দিয়েছে।
advertisement
অধিনায়ক পরিবর্তন ছাড়া দুই দলে তেমন কোনও বড় পরিবর্তন হয়নি। শুধুমাত্র হার্দিককে দলে নেওয়ার জন্য ক্যামেরন গ্রিনকে ছেড়েছে মুম্বই। রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, ঈশান কিশন, তিলক বর্মা, টিম ডেভিড, যশপ্রীত বুমরার মতো তারকারা রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স দলে। উল্টোদিকে শুভমন গিলের পাশাপাশি রয়েছেন ঋদ্ধিমান সাহা, সাই সুদর্শন, ডেভিড মিলার, বিজয় শঙ্কর, রাহুল তেওতিয়া, রশিদ খান, কেন উইলিয়ামসন, ম্যাথু ওয়েডরা রয়েছে গুজরাত টাইটানন্স দলে। ফলে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
আরও পড়ুনঃ KKR News: কেকেআরের প্রথম জয়ের ৫ নায়ক, যারা স্বপ্ন দেখাচ্ছে আইপিএল জয়ের
দুপুরের ম্যাচে কেএল রাহুল বনাম সঞ্জু স্যামসনের দ্বৈরথ। দুই দলের শক্তির বিচার করলে এগিয়ে রাখতে হবে রাজস্থানকেই। জস বাটলার, যশস্বী জয়সওয়াল, শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চহালদের মতো তারকারা রয়েছে রাজস্থান দলে। অপরদিকে লখনউ দলে রয়েছে কুইন্টন ডিকক, দেবদূত পাড়িক্কল, নিকোলাস পুরান, মার্কাস স্টয়নিস, ক্রুণাল পাণ্ডিয়া, রবি বিষ্ণোই, কাইল মেয়ার্সের তারকারা। জয় দিয়ে মরশুম শুরু করতে মরিয়া দুই দল।