এরই মধ্যে রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়ার একটি ভিডিও সামনে এসেছে। যেখানে তাদের সম্পর্কের সমীকরণ দেখে অবাক সকলেই। তবে ভিডিওতে শুধু রোহিত-হার্দিক একা নয়, রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অন্যান্য প্লেয়াররাও। আসলে ক্রিকেটারদের মধ্যে বন্ডিং বাড়াতে , টানা ৩ হারের হতাশা দূর করতে মুম্বই ইন্ডিয়ান্সের তরফ থেকে এক বিশেষ সেশনের আয়োজন করা হয়েছিল।
advertisement
সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করা হয়। যেখানে দেখা যায় গোটা দল সমুদ্রের ধারে কোনও একটি রিসর্টে ঘুরতে গিয়েছে। সেখানে এক-একজন মুম্বই ক্রিকেটার নানারকমের জলকেলি করছে। সেখানেই দেখা যায় রোহিত-হার্দিককে। তবে সম্পূর্ণ অন্য মেজাজে। তাদের মধ্যে যে কোনও সমস্যা রয়েছে তা দেখে বোঝার কোনও উপায় নেই।
আরও পড়ুনঃ Rohit Sharma: হার্দিকের সঙ্গে ঝামেলা! মুম্বই ছেড়ে কেকেআরে রোহিত? শুরু জোর জল্পনা
ভিডিওতে দেখা যায়, হাসিখুশি হার্দিক এগিয়ে আসছেন। রোহিতকে সামনে দেখতে পেয়েই তাঁর সঙ্গে হাত মেলান। একে-অপরকে জড়িয়ে ধরেন। দুজনের মধ্যে বেশ কিছু সময় কথাও হয়। যে দেখে বোঝা যায় দুজনের মধ্যে বন্ডিংও বেশ ভাল। এর আগে ওয়াংখেড়ে হার্দিককে যাতে ফ্যানেরা কোনও তির্যক মন্তব্য না করে তার জন্য অনুরোধও করেছেন রোহিত। ফলে রোহিত-হার্দিকের সম্পর্কের অবনতির কথা পুরোটাই রটনা না কোনও ঘটনা তার মধ্যে রয়েছে, তার উত্তর ভবিষ্যতের গর্ভে।