TRENDING:

Rohit Sharma Hardik Pandya: মাঠের বাইরে মুখোমুখি রোহিত-হার্দিক, যা করলেন দুই তারকা! মুহূর্তে ঝড় তুলল ভিডিও

Last Updated:

Rohit Sharma and Hardik Pandya New Video Goes Viral: রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়ার একটি ভিডিও সামনে এসেছে। যেখানে তাদের সম্পর্কের সমীকরণ দেখে অবাক সকলেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: হারের হ্যাটট্রিক দিয়ে আইপিএল ২০২৪ অভিযান শুরু করেছে মুম্বই ইন্ডিয়ান্স। একই সঙ্গে জল্পনা শোনা যাচ্ছিল রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়া, মুম্বইয়ের প্রাক্তন ও বর্তমান অধিনায়কের মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছে। এমনকী পরের মরশুমে রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে পারে বলেও শোনা যাচ্ছিল। দলের অন্দরের পরিবেশও খুব একটা সুখকর নয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক মুম্বই ক্রিকেটার সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন।
advertisement

এরই মধ্যে রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়ার একটি ভিডিও সামনে এসেছে। যেখানে তাদের সম্পর্কের সমীকরণ দেখে অবাক সকলেই। তবে ভিডিওতে শুধু রোহিত-হার্দিক একা নয়, রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অন্যান্য প্লেয়াররাও। আসলে ক্রিকেটারদের মধ্যে বন্ডিং বাড়াতে , টানা ৩ হারের হতাশা দূর করতে মুম্বই ইন্ডিয়ান্সের তরফ থেকে এক বিশেষ সেশনের আয়োজন করা হয়েছিল।

advertisement

সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করা হয়। যেখানে দেখা যায় গোটা দল সমুদ্রের ধারে কোনও একটি রিসর্টে ঘুরতে গিয়েছে। সেখানে এক-একজন মুম্বই ক্রিকেটার নানারকমের জলকেলি করছে। সেখানেই দেখা যায় রোহিত-হার্দিককে। তবে সম্পূর্ণ অন্য মেজাজে। তাদের মধ্যে যে কোনও সমস্যা রয়েছে তা দেখে বোঝার কোনও উপায় নেই।

আরও পড়ুনঃ Rohit Sharma: হার্দিকের সঙ্গে ঝামেলা! মুম্বই ছেড়ে কেকেআরে রোহিত? শুরু জোর জল্পনা

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুমে মানবিকতার উষ্ণ পরশ! ভবঘুরেদের জন্য ডানলপে খোল হল 'মানবতার দেওয়াল'
আরও দেখুন

ভিডিওতে দেখা যায়, হাসিখুশি হার্দিক এগিয়ে আসছেন। রোহিতকে সামনে দেখতে পেয়েই তাঁর সঙ্গে হাত মেলান। একে-অপরকে জড়িয়ে ধরেন। দুজনের মধ্যে বেশ কিছু সময় কথাও হয়। যে দেখে বোঝা যায় দুজনের মধ্যে বন্ডিংও বেশ ভাল। এর আগে ওয়াংখেড়ে হার্দিককে যাতে ফ্যানেরা কোনও তির্যক মন্তব্য না করে তার জন্য অনুরোধও করেছেন রোহিত। ফলে রোহিত-হার্দিকের সম্পর্কের অবনতির কথা পুরোটাই রটনা না কোনও ঘটনা তার মধ্যে রয়েছে, তার উত্তর ভবিষ্যতের গর্ভে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Rohit Sharma Hardik Pandya: মাঠের বাইরে মুখোমুখি রোহিত-হার্দিক, যা করলেন দুই তারকা! মুহূর্তে ঝড় তুলল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল