আইপিএল পয়েন্ট টেবিল ২০২৪ | IPL 2024 Points Table
আরও পড়ুনঃ
প্রসঙ্গত, আইপিএল ২০২৪-এর প্রথম ম্যাচে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরকে ৬উইকেটে হারিয়ে দেয় চেন্নাই। গতকাল, জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে সূচনা হয় আইপিএল ২০২৪-এর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭ তম মরশুমকে ঘিরে ক্রিকেট জ্বর কাবু করছে ক্রীড়া প্রেমিদের। এমএস ধোনি, বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলরা মাঠে নামার আগেই চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম কঁপালেন বলিউড তারকারা।
advertisement
আইপিএল ২০২৪ পার্পল ক্যাপ | IPL 2024 Purple Cap
আইপিএল ২০২৪ অরেঞ্জ ক্যাপ | IPL 2024 Orange Cap
আইপিএল ২০২৪ ফলাফল | IPL 2024 Live Results
প্রতি বছরের মত এবারও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় বিসিসিআইয়ের তরফে। পারফর্ম করেন বলিউডের দুই সুপারস্টার অক্ষয় কুমার ও টাইগার স্রফ। দুই সুপার স্টারের ডান্সের সঙ্গে মেতে ওঠে গোটা চিপক স্টেডিয়াম।এরপর পারফরম করেন কিংবদন্তি অস্কার পুরস্কার বিজয়ী সুরকার এ আর রহমান এবং জাতীয় পুরস্কার বিজয়ী গায়ক সোনু নিগম। সোনু নিগমের বন্দে মাতরম গানে দাঁড়িয়ে পড়েন সকল দর্শকরা। সুরের মূর্ছনায় ভাসিয়ে দেন এর আর রহমানও।