ঘরের মাঠে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স। এদিন কেকেআরের ব্যাটিং অর্ডারে শুরু থেকেই ধস নামে। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নাইটরা। ৫৭ রানের মধ্যে কেকেআরের অর্ধেক টিম সাজঘরে ফেরত চলে যায়। ফিল সল্ট ৫, সুনীল নারিন ৮, আংক্রিশ রঘুবংশী ১৩, শ্রেয়স আইয়ার ৬, রিঙ্কু সিং ৯ রান করে আউট হন। টপ অর্ডারের ৩টি উইকেট নেন নুয়ান তুশারা।
advertisement
একদিক থেকে ইনিংস ধরে রাখেন ভেঙ্কটেশ আইয়ার। তাকে সঙ্গে দেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা মনীশ পাণ্ডে। দুজনের ব্যাটে ভর করে কিছুটা ম্যাচ ফেরে কেকেআর। প্রয়োজন মত আক্রমণাত্মক শটও খেলেন দুই অভিজ্ঞ ব্যাটার। নিজের অর্ধশতরান পূরণ করেন ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশ আইয়ার ও মণীশ পাণ্ডে মিলে ৮৩ রানের পুার্টনারশিপ করেন। ৪২ রান করে আউট হন মণীশ পাণ্ডে।
আরও পড়ুনঃ Summer Tips: তীব্র গরমেও কিনতে পারছেন না এসি-কুলার! এই উপায়ে ঘর হবে সহজেই ঠান্ডা
জুটি ভাঙতেই ফের ধস নামে কেকেআরের ব্যাটিংয়ে। ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে ৭ রান করে রান আউট হন আন্দ্রে রাসেল। রমনদীপ সিং ২ ও মিচেল স্টার্ক খাতা না খুলেই বুমারাহের শিকার হন। শেষ পর্যন্ত ৭০ রান করে জসপ্রীত বুমরাহের তৃতীয় শিকার হন ভেঙ্কটেশ আইয়ার। ১৯.৫ ওভারে ১৬৯ রানে অলআউট হয়ে যায় কেকেআর।