ম্যাচে টস জিতে ব্যটিয়ের সিদ্ধান্ত নেয় কেকেআর। শুরু থেকে মারকাটারি ব্যাটিং করেন কেকেআরের দুই ওপেনার ফিল সল্ট ও সুনীল নারিন। সল্ট বড় রান না পেলেও নারিন বিধ্বংসী ব্যাটিং করেন। তাঁকে সঙ্গে দেন দিল্লি ম্যাচে অভিষেক হওয়া আংক্রিশ রঘুবংশী। দুজন মিলে আক্রমণাত্মক ব্যাটিং করে শতরানের পার্টনারশিপ করে বড় রানের ভিত রচনা করেন। অর্ধশতরান করেন দুজনেই।
advertisement
নিজেরে আইপিএল কেরিয়ারের সর্বোচ্চ স্কোর ৩৯ বলে ৮৫ রান করে আউট হন সুনীল নারিন। আংক্রিশ রঘুবংশী ২৭ বলে ৫৪ করে সাজঘরে ফেরেন। এরপর আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিংও ঝোড়ো ইনিংস খেলেন। ৮ বলে ২৬ করেন রিঙ্কু ও রাসেল করেন ১৯ বলে ৪১। শ্রেয়স আইয়ার মাঝে ১১ বলে ১৮ রান করে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭২ রান করে কেকেআর। যা কেকেআরের আইপিএল ইতিহাসে সর্বোচ্চ স্কোর। পাশাপাশি আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।
আরও পড়ুনঃ KKR News: কেকেআরে খেলছেন বলিউড হিরো গোবিন্দার জামাই! বলুন তো কে সেই তারকা
২৭৩ রানের বিশাল টার্গেটের চাপ মাথায় নিয়ে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দিল্লি ক্যাপিটালস। ডেভিড ওয়ার্নার, পৃথ্বি শ, মিচেল মার্শ, অভিষেক পোড়েলরা কেউ বড় রান পাননি। মাঝে ঋষভ পন্থ ৫৫ ও ট্রিস্টান স্টাবস ৫৪ রানে ঝোড়ো ইনিংস না খেললে লজ্জাজনক স্কোরের সম্মুখীন হতে হত দিল্লিকে। শেষ পর্যন্ত ১৭.২ ওভারে ১৬৬ রানে শেষ হয় দিল্লির ইনিংস। কেকেআরর হয়ে বরুণ চক্রবর্তী ও বৈভব অরোরা ৩টি, ২টি মিচেল স্টার্ক, একটি করে উইকেট নেন রাসেল ও নারিন।