সোমবারই লখনউ ম্যাচ জিতে কলকাতায় ফিরছিল কেকেআর। কিন্তু সন্ধ্যা কলকাতার দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য বিপদে পড়ে নাইটরা। আবহাওয়া এতটাই প্রতিকুল ছিল যে কলকাতায় নামতেই পারল না কেকেআরের চার্টার্ড বিমান। লখনউ থেকে চার্টার্ড বিমানে বিকেল ৫.৪৫ নাগাদ রওনা দিয়েছিল কেকেআর দল। কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল সন্ধ্যা ৭.২৫-এ। কিন্তু ঝড় বৃষ্টির কারণে কিছুতেই কলকাতায় নামতে পারেনি বিমান। কলকাতায় নামতে না পেরে গুয়াহাটি চলে যায় কেকেআরের বিমান।
advertisement
পরে রাতের দিকে জানা যায় কলকাতায় বিমান অবতরনের অনুমতি পাওয়া গিয়েছে। রাত একটার পর কলকাতায় নামার ফের চেষ্টা করে কেকেআরের বিমান। কিন্তু আবহাওয়ার কারণে সেই চেষ্টা ফের ব্যর্থ হয়। দ্বিতীয়বার ব্যর্থ হওয়ার পর বিমান নিয়ে যাওয়া হয় বারণসীতে। প্রতি মুহূর্তের আপডেট কেকেআরের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়।
আরও পড়ুনঃ IPL 2024 Playoffs Scenario: আইপিএল থেকে বিদায় ৪ দলের! প্লে-অফের লড়াইয়ে টিকে ৬ দল
শেষ পাওয়াট আপডেট অনুযায়ী বারাণসীতেই একটি হোটেলে চেকইন করেছে কেকেআর। মঙ্গলবার দিনভর সেখানেই থাকবে গোটা দল। বিকেলের দিকে বারাণসী থেকে কলকাতায় ফেরার কথা কেকেআরের।