এবার আইপিলের শুরুর দিকে বেশ কিছু আক্রমণাত্মক, অনবদ্য ইনিংস খেলেছিলেন দীনেশ কার্তিক। স্লগ ওভারে ডিকের ব্যাটিং প্রশংসা কুড়িয়েছিল সকলের। এমনকী টি-২০ বিশ্বকাপের দলেও কার্তিক সুযোগ পেতে পারেন বলে জল্পনা শুরু হয়ে যায়। সুযোগ মিললে টি-২০ বিশ্বকাপে যেতে প্রস্তুত বলেও জানিয়েছিলেন কার্তিক। কিন্তু শেষ পর্যন্ত টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পাননি তারকা উইকেটকিার-ব্যাটার।
advertisement
রাজস্থানের বিরুদ্ধে আরসিবি হারার পর অনেকের হয়তো মনেই ছিল না দীনেশ কার্তিকের অবসরের বিষয়টি। কিন্তু ডিকের চোখের জল সব সামনে এনে দেয়। আবেগপ্রবণ দীনেশ কার্তিককে মাঠে সামলাতে দেখা যায় বিরাট কোহলিকে। একে একে কলকে আলিঙ্গন করেন ডিকে। দর্শকদের লক্ষ্য করেও হাত নাড়তে দেখা যায় তাঁকে। শেষ পর্যন্ত বিরাটের আলিঙ্গন, টিমের গার্ড অব অনারে শেষ হল ভারতীয় ক্রিকেটে ডিকে অধ্যায়ের।
আরও পড়ুনঃ KKR News: কেকেআরে ‘ফিরলেন’ তারকা বিদেশি! মানেননি কোনও প্রতিকুলতা, লক্ষ্য আইপিএল জয়
প্রসঙ্গত,প্রায় দুই দশকের ক্রিকেট কেরিয়ারে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ১০২৫ রান করেছেন দীনেশ কার্তিক। শতরান ১টি, অর্ধশতরান ৭টি। ওডিআইতে ৯৪ ম্যাচে ৯টি হাফ সেঞ্চুরি সহ করেছেন ১৭৫২ রান। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৬০ ম্যাচে করেছেন ৬৮৬ রান। হাফ সেঞ্চুরি একটি। আইপিএল কেরিয়ারে ২৫৭টি ম্যাচে করেছেন ৪৮৪২ রান, হাফ সেঞ্চুরি ২২টি।