শনিবার চলতি আইপিএল-এর ৯ নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাত টাইটান্স। ওই ম্যাচ চলাকালীন হঠাৎ করেই মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া মেজাজ হারান। গুজরাতের স্পিনার সাই কিশোরের সঙ্গে তাঁর তপ্ত দৃষ্টি বিনিময় হয়। সাই কিন্তু পান্ডিয়ার মেজাজ সহ্য করলেন না। তবে ম্যাচের শেষে সাই দাবি করেছেন, ‘অল ইজ ওয়েল’।
advertisement
হার্দিক যখন গুজরাত টাইটান্সে ছিলেন, তখন সাই কিশোরের সঙ্গে এক টিমে খেলেছিলেন। অনেকে মনে করছেন, সেই সময় তাঁদের কোনও ব্যাপারে ঝামেলা হয়েছিল। এদিনের ঘটনা তারই আফটারশক। এদিন ম্যাচের ১৫তম ওভারে যখন হার্দিক রান চেজ করছিলেন, তখন সাই প্রথমে দুটি ডট বল দেন। এর পর হার্দিক একটি চার মারেন। পরের বল আবার ডট। একটি বল ডিফেন্ড করেন হার্দিক। তখনই সাই কিছুটা সামনের দিকে এগিয়ে এসে হার্দিকের দিকে কড়া চোখে তাকিয়ে থাকেন।
আরও পড়ুন- শেন ওয়ার্নের মৃত্যুর কারণ কী ছিল? শুনলে বিশ্বাস হবে না, যৌনতার নেশাতেই সব শেষ!
এর পর হার্দিক মেজাজ হারান। তিনি কিছু একটা বলেন সাই কিশোরকে। তবে সাই কিন্তু হার্দিকের উপর দৃষ্টি বজায় রাখেন। এদিকে, ম্যাচের পর এক সাক্ষাৎকারে সাই বলেন, ‘হার্দিক আমার ভাল বন্ধু। মাঠে সকলেই আমাদের প্রতিপক্ষ। মাঠের ঘটনা আমরা ব্যক্তিগতভাবে নিই না।’ উল্লেখ্য, ওই ঘটনার পরে দুজন ক্রিকেটারই একে অপরকে জড়িয়ে ধরেন।?