মেগা ফাইনালে টস ভাগ্য সাথ দিল না কলকাতা নাইট রাইডার্সের। চিপকে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। বড় স্কোর করে প্রতিপক্ষকে চাপে ফেলতে ও চেন্নাইয়ের স্লো উইকেটের সুবিধা নিতেই এই সিদ্ধান্ত অরেঞ্জ আর্মির সেনাপতির। তবে টস হেরেও চাপে নেই কেকেআর। কারণ শ্রেয়স আইয়ার জানান, তিনি টস জিতলে ফিল্ডিং নিতেন আর সেটাই পেয়েছেন।
advertisement
আরও পড়ুনঃ T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় ওপেনারের অবসর! মন্তব্য ঘিরে জোর জল্পনা
এক ঝলে দেখে নিন কেকেআরের প্রথম একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সুনীল নারিন, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।
এক ঝলকে দেখে নিন সানরাইজার্স হায়দরাবাদের একাদশ: ট্রেভিস হেড, অভিষেক শর্মা, নীতিশ কুমার রেড্ডি, হেনরিক ক্লাসেন (উইকেটকিপার), আবদুল সামাদ, শাহবাজ আহমেদ, সনবীর সিং, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়জেব উনাদকাট, টি নটরাজন।