TRENDING:

KKR vs SRH IPL 2024 Final: ফাইনালে টস হেরেও খুশি কেকেআর, কলকাতার একাদশে বড় চমক

Last Updated:

IPL 2024 Final KKR Vs SRH: অবশেষে প্রতীক্ষার অবসান। শুরু হল আইপিএল ২০২৪-এর মেগা ফাইনাল। মেগা ফাইনালে টস ভাগ্য সাথ দিল না কলকাতা নাইট রাইডার্সের। চিপকে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চেন্নাই: অবশেষে প্রতীক্ষার অবসান। শুরু হল আইপিএল ২০২৪-এর মেগা ফাইনাল। একদিকে তৃতীয়বার ট্রফিবার জয়ের হাতছানি কলকাতা নাইটরাইডার্সের সামনে। অন্যদিকে দ্বিতীয়বার ট্রফি জয়ের সুযোগ সানরাইজার্স হায়দরাবাদের। চিপকে কার হাতে উঠবে ট্রফি তার উত্তর মিলবে আর কয়েক ঘণ্টার মধ্যেই। হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
advertisement

মেগা ফাইনালে টস ভাগ্য সাথ দিল না কলকাতা নাইট রাইডার্সের। চিপকে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। বড় স্কোর করে প্রতিপক্ষকে চাপে ফেলতে ও চেন্নাইয়ের স্লো উইকেটের সুবিধা নিতেই এই সিদ্ধান্ত অরেঞ্জ আর্মির সেনাপতির। তবে টস হেরেও চাপে নেই কেকেআর। কারণ শ্রেয়স আইয়ার জানান, তিনি টস জিতলে ফিল্ডিং নিতেন আর সেটাই পেয়েছেন।

advertisement

আরও পড়ুনঃ T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় ওপেনারের অবসর! মন্তব্য ঘিরে জোর জল্পনা

এক ঝলে দেখে নিন কেকেআরের প্রথম একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সুনীল নারিন, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! Kali Puja 2025: আলোর উৎসবে শক্তির আরাধনা!
আরও দেখুন

এক ঝলকে দেখে নিন সানরাইজার্স হায়দরাবাদের একাদশ: ট্রেভিস হেড, অভিষেক শর্মা, নীতিশ কুমার রেড্ডি, হেনরিক ক্লাসেন (উইকেটকিপার), আবদুল সামাদ, শাহবাজ আহমেদ, সনবীর সিং, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়জেব উনাদকাট, টি নটরাজন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs SRH IPL 2024 Final: ফাইনালে টস হেরেও খুশি কেকেআর, কলকাতার একাদশে বড় চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল