কি একটু অবাক হলেন। কিন্তু আইপিএল ফাইনালের আগে ভাইরাল কেকেআরের দ্বিতীয় ‘সুনীল নারিন’-এর ভিডিও। ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে শেয়ার করা হয়েছে সেই ভিডিও। আর সবথেকে আশ্চর্যের বিষয় হল সেই ক্রিকেটার ফাইনালে খেলবেনও। কারণ সেই ক্রিকেটারের নাম হল কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। আসলে পুরোটাই মজার ছলে।
কেকেআরের তরফ থেকে যে ভিডিও শেয়ার করা হয়েছে তাতে দেখা গিয়েছে অবিকল সুনীল নারিনের স্টাইলে বোলিং করছেন শ্রেয়স আইয়ার। দৌড়ানো, বল লুকিয়ে নিয়ে আসা থেকে ডেলিভারি স্টাইল পুরোটাই নারিনের মত নকল করে দেখিয়েছেন শ্রেয়স আইয়ার। শেষে আবার নারিন ও শ্রেয়সের বোলিং স্টাইল একসঙ্গেও দেখানো হয়েছে। যা ঝড় তুলেছে নেট দুনিয়ায়।
advertisement
প্রসঙ্গত, ২০১২ ও ২০১৪ সালে গৌতম গম্ভীরের অধিনায়কত্বে দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। মাঝে ১০ বছরের খরা। এবার শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি কেকেআরের সামনে। বড় ম্যাচের আগে নিজেকে রিল্যাক্সড রাখতেই নেটে শ্রেয়সের নতুন পন্থা বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।