চ্যাম্পিয়ন হওয়ার পর কেকেআরকে শুভেচ্ছা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া সাইট এক্সে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,”কলকাতা নাইট রাইডার্সের জয়ে সারা বাংলায় উৎসবের আমেজ বইছে। আইপিএলের এই মরশুমে রেকর্ড ভাঙা পারফরম্যান্সের জন্য আমি ব্যক্তিগতভাবে খেলোয়াড়, কোচ, সাপোর্টিং স্টাফ এবং ফ্র্যাঞ্চাইজিদের অভিনন্দন জানাতে চাই। আগামী বছরগুলিতে আরও এইরকম মনমুগ্ধকর বিজয় কামনা করছি।”
advertisement
আরও পড়ুনঃ আইপিএল ট্রফি আসছে কলকাতায়! ২০২৪ কেকেআরের! রাস্তা সহজ নাইটদের
প্রসঙ্গত, ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। প্রথমে ব্যাট করে কেকেআরের বোলিং দাপটের সামনে মাত্র ১১৩ রানে অলআউট হয়ে যায় সানরাইজার্স। সর্বোচ্চ ৩টি উইকেট নেন রাসেল। আগুন ঝরিয়ে ২ উইকেট নেন স্টার্ক। রান তাড়া করতে নেমে ১০ ওভার ৩ বলে জয়ের লক্ষ্যে পৌছে যায় কেকেআর। সর্বোচ্চ ৫২ রান করেন ভেঙ্কটেশ আইয়ার। এছাড়া ৩৯ রানের ইনিংস খেলেন রহমানউল্লাহ গুরবাজ।