ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। দিল্লি ক্যাপিটালসের হয়ে ওপেনিং জুটিতে দুরন্ত শুরু করেন জ্যাক ফ্রেসার ম্যাকগ্রাক ও বাংলার ছেলে অভিষেক পোড়েল। শুরু থেকে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেন ম্যাকগ্রাক। রীতিমত রাজস্থান বোলারদের নিয়ে ছেলেখেলা করেন তিনি। ৪ ওভারের মধ্যে দলের স্কোর ৬০ রানে পৌছে দেন ম্যাকগ্রাক। ১৯ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। তবে ৫০ করেই আউট হন তিনি।
advertisement
এরপর একদিক থেকে অভিষেক পোড়েব আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান। কিন্তু ভাল শুরু করেও ওপেনিং জুটি ভাঙতেই অপর দিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দিল্লি। রানরেট ভাল থাকলেও শাই হোপ ১, ঋষভ পন্থ ও অক্ষর প্যাটেল দুজনেই ১৫ রান করে আউট হন। অপরদিকে, নিজের অর্ধশতরান করেন অভিষেক পোড়েল। অবশেষে ৩৬ বলে ৬৫ রান করে সাজঘরে ফেরেম অভিষেক পোড়েল।
আরও পড়ুন: T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে খেলবেন না তারকা অলরাউন্ডার, ইচ্ছেপূরণ হল না অধিনায়কের
শেষের দিকে ট্রিস্টান স্টাবস ও গুলবদিন নইব দিল্লির ইনিংসের রাশ ধরেন। আক্রমণাত্মক ব্যাটিং করে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে স্টাবস। গুলবদিন তাকে সঙ্গ দেন। ৪৫ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করে তারা। ১৯ রান করে আউট হন গুলবদিন নইব। স্টাবসের মারকাটারি ব্যাটিংয়ে ভর কর ২০০-পার করে দিল্লি। ২০ বলে ৪১ রানের ইনিংস খেলে আউট হন ট্রিস্টান স্টাবস। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২১ রান করে দিল্লি ক্যাপিটালস।