নতুন যে ভিডিও সামনে এসেছ সেখানে কোহলি বনাম গম্ভীরের কীভাবে ঝামেলা শুরু হয়েছিল ম্যাচ শেষে, কোথা থেকে শুরু হয়েছিল, তা কোন পর্যায়ে গিয়েছিল, কতটা উত্তপ্ত হয়েছিল মাঠের পরিস্থিতি, সেষ পর্যন্ত কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া হয় তা পুরোটা রয়েছে। ম্যাচ চলাকালীন সময় থেকেই মাঠের পরিস্থিতি উত্তপ্ত ছিল। খেলা চলাকালীন নবীন উল হকের সঙ্গে ঝামেলায় জড়ান কোহলি। যদিও শুরুটা করেছিলেন আফগান তারকা। সেই পরিস্থিতি সামাল দেন অমিত মিশ্রা। কোহলির সঙ্গে মিশ্রারও কথা কাটাকাটি হয়। ম্যাচ শেষে হাত মেলানোর সময় কোহলি ও নবীন উল হকের বিবাদ বাধে। সেখান কাইল মেয়ার্স এসে কোহলিকে কিছু বলার চেষ্টা করেন। তারপর আসেন গম্ভীর। শেষে তুমুল ঝামেলা শুরু হয় কোহলি-গম্ভীরের। পুরো ঘটনার বিবরণ রয়েছে এই ভিডিওতে।
advertisement
আরও পড়ুনঃ Kohli vs Gambhir: শুধু কোহলি-গম্ভীর 'যুদ্ধ' নয়, আরও ২ লখনউ ক্রিকেটারের সঙ্গে তুমুল বিবাদ বিরাটের
আরও পড়ুনঃ IPL 2023: যুবরাজ-পাঠানদের খিদে মেটাতে কী হাল হয়েছিল প্রীতি জিন্টার, ১৪ বছর পর 'রহস্য ফাঁস'
প্রসঙ্গত, এদিন লখনউের বিরুদ্ধে জিতে প্রথম পর্বের হারের মধুর প্রতিশোধ নিল আরসিবি। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান করে আরসিবি। ফাফ ডুপ্লেসি ৪৪, বিরাট কোহলি ৩১ রান করেন। রান তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ১০৮ রানে অলআউট হয়ে যায় লখনউ। ১৮ রানের ম্যাচ জেতে ব্যাঙ্গালোর। এলএসজির হয়ে সর্বোচ্চ ২৩ রান তরেন কৃষ্ণাপ্পা গৌতম। আরসিবির সর্বোচ্চ ২টি করে উইকেট নেন করণ শর্মা ও জস হ্যাজেলউড। এছাড়া একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়ানিন্দু হাসরঙ্গা ও হার্শল প্যাটেল।