ইনস্টা পোস্টে বিরাট কোহলি লিখেছেন,”আমি আমার ক্রিকেট কেরিয়ারের সাফল্যে জন্য আমার ছোট বেলার কোচ রাজকুমার শর্মাকে ধন্যবাদ দিতে চাই। আমি তাঁর কাছে কৃতজ্ঞ। তিনি না থাকলে আমি এই জায়গায় কোনও দিন পৌছতে পারতাম না। কারণ তিনি শুধু কোচই ছিলেন না, ছিলেন পরামর্শদাতাও। আমি এমনই একজন ছেলে ছিলাম যে স্বপ্ন দেখার সাহস দেখেছিলাম। কিন্তু সেই স্বপ্নকে কীভফাবে বাস্তবে পরিণত করতে হবে তা শিখিয়েছিলেন।”
advertisement
এছাড়া বিরাট কোহলি নিজের পোস্টে লিখেছেন,”যিনি শুধু আমার কাছে এক জন কোচ নন, একজন পথপ্রদর্শক। আমাকে সবসময় উৎসাহ দিয়ে গিয়েছেন। তাঁর জন্যই আমার ১৫ বছরের বেশি সময় ধরে জাতীয় দলের জার্সি পড়ে খেলার সৌভাগ্য হয়েছে। তাঁর আমায় দেওয়া প্রতিটি উপদেশ ব্যাটিংয়ের পাঠ, আমার মাথায় মারা প্রতিটা থাপ্পর, আমার পিঠে প্রতিটা চাপড়, আমার স্বপ্ন পূরণে সাহ্য করেছে।” নিজের কোচের কথা বলার পাশাপাশি তাঁর ফ্যানেদের জীবনে এমন কেউ থাকলে তাদের কথা জানতে চান বলেও পোস্টে উল্লেখ করেছেন বিরাট কোহলি।
আরও পড়ুনঃ Rinku Singh: শুধু ক্রিকেট প্রতিভা নয়, রিঙ্কু ম্যাচ জেতাচ্ছেন আরও এক ‘অস্ত্রের’ জোরে
সম্প্রতি, দিল্লিতে আরসিবি বনাম দিল্লি ম্যাচের সময় কোহলির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ছোট বেলার কোচ রাজকুমার শর্মার। ম্যাচ শুরুর আগে অনুশীলনের সময় দেখা করতে আসেন কোহলির ছোট বেলার কোচ রাজকুমার শর্মা। গুরুকে দেখেই এগিয়ে যান শিষ্য বিরাট কোহলি। কোচের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। তারপর কোচের সঙ্গে হাসি মুখে আড্ডা দিতেও দেখা যায় বিরাট কোহলিকে। স্টেডিয়ামের দিকে দেখিয়ে কিছু একটা বলেন কোহলি। সম্ভবত নিজের নামের স্ট্যান্ড ছেলে বেলার কোচকে দেখান বিরাট। এবার ছোট বেলার কোচের জন্য কোহলির পোস্ট মন ছুয়ে গেল সকলের।
