Rinku Singh: শুধু ক্রিকেট প্রতিভা নয়, রিঙ্কু ম্যাচ জেতাচ্ছেন আরও এক 'অস্ত্রের' জোরে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Rinku Singh: কেকেআরের নতুন ফিনিশারের নাম রিঙ্কু সিং। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৫ ছক্কা মেরে ম্যাচ ফিনিশ করার পর ঘরের মাঠে শেষ বলে চার মেরে পঞ্জান কিংসের বিরুদ্ধে জয়। আগে যে ইডেনে রাসের-রাসেল নামের ঝড় উঠত, এখনও সেই ইডেনই দুলছে রিঙ্কু-রিঙ্কু নামে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আর পঞ্জাবের বিরুদ্ধে শেষ ওভারে রিঙ্কু সামনে ছিলেন ডেথ ওভার স্পেশালিস্ট অর্শদীপ সিং। শেষ বলে বাকি ছিল দুই রান। শেষ বলে অর্শদীপ বল করার জন্য এগিয়ে এলেও রিঙ্কু সরে যায়। ডেড হয়ে যায় ডেলিভারিটি। অর্শদীপের মাইন্ডের সঙ্গে খেলেন তিনি। সেখানেই বাজিমাত করেন রিঙ্কু। তারপর পায়ে ফুলটস দেন অর্শদীপ। আর বাউন্ডারি মেরে জয় এনে দেন কেকেআরকে।