Rinku Singh: শুধু ক্রিকেট প্রতিভা নয়, রিঙ্কু ম্যাচ জেতাচ্ছেন আরও এক 'অস্ত্রের' জোরে

Last Updated:
Rinku Singh: কেকেআরের নতুন ফিনিশারের নাম রিঙ্কু সিং। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৫ ছক্কা মেরে ম্যাচ ফিনিশ করার পর ঘরের মাঠে শেষ বলে চার মেরে পঞ্জান কিংসের বিরুদ্ধে জয়। আগে যে ইডেনে রাসের-রাসেল নামের ঝড় উঠত, এখনও সেই ইডেনই দুলছে রিঙ্কু-রিঙ্কু নামে।
1/8
পঞ্জাব কিংসের বিরুদ্ধে শেষ বলে চার মেরে ম্যাচ ফিনিশ করে আরও একবার সকলের নয়ণের মণি হয়ে উঠেছেন রিঙ্কু সিং। ১০ বলের ম্যাচ উইনিংস ইনিংস খেলেন রিঙ্কু।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে শেষ বলে চার মেরে ম্যাচ ফিনিশ করে আরও একবার সকলের নয়ণের মণি হয়ে উঠেছেন রিঙ্কু সিং। ১০ বলের ম্যাচ উইনিংস ইনিংস খেলেন রিঙ্কু।
advertisement
2/8
এর আগে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে প্রথম পর্বের সাক্ষাতে ৫ বলে ৫টি ছয় মেরে আবিশ্বাস্যভাবে ম্যাচ ফিনিশ করেছিলেন রিঙ্কু সিং। যা আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা ফিনিশ।
এর আগে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে প্রথম পর্বের সাক্ষাতে ৫ বলে ৫টি ছয় মেরে আবিশ্বাস্যভাবে ম্যাচ ফিনিশ করেছিলেন রিঙ্কু সিং। যা আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা ফিনিশ।
advertisement
3/8
প্রয়োজনে ঠান্ডা মাথায় ব্যাট করছেন, আবর দরকারে খেলছেন মারকাটারি শট। চরম চাপের মুহূর্তেও হিমশীতল রিঙ্কু। ম্যাচস ফিনিশ করার পরও বাঁ হাকি ব্যাটারের মধ্যে তেমন উচ্ছ্বাস নেই।
প্রয়োজনে ঠান্ডা মাথায় ব্যাট করছেন, আবর দরকারে খেলছেন মারকাটারি শট। চরম চাপের মুহূর্তেও হিমশীতল রিঙ্কু। ম্যাচস ফিনিশ করার পরও বাঁ হাকি ব্যাটারের মধ্যে তেমন উচ্ছ্বাস নেই।
advertisement
4/8
কিন্তু শুধু কী মনের জোর আর ক্রিকেটীয় প্রতিভা দিয়েই ম্যাচ ফিনিশ করছেন রিঙ্কু। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন সঙ্গে আরও একটি 'অস্ত্র' প্রয়োগ করছেন রিঙ্কু। আর সেই অস্ত্র হল মগজাস্ত্র।
কিন্তু শুধু কী মনের জোর আর ক্রিকেটীয় প্রতিভা দিয়েই ম্যাচ ফিনিশ করছেন রিঙ্কু। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন সঙ্গে আরও একটি 'অস্ত্র' প্রয়োগ করছেন রিঙ্কু। আর সেই অস্ত্র হল মগজাস্ত্র।
advertisement
5/8
 গুজরাত ও পঞ্জাবের বিরুদ্ধে রিঙ্কুর দুটি ম্যাচ ফিনিশ দেখলেই বুঝতে পারবেন কীভাব ঠাণ্ডা মাথায় নিজের বু্দ্ধির প্রয়োগ করে কখনও মাঠের সুবিধা নিচ্ছেন কখনও আবার খেলছেন বোলারের মাইন্ডের সঙ্গে।
গুজরাত ও পঞ্জাবের বিরুদ্ধে রিঙ্কুর দুটি ম্যাচ ফিনিশ দেখলেই বুঝতে পারবেন কীভাব ঠাণ্ডা মাথায় নিজের বু্দ্ধির প্রয়োগ করে কখনও মাঠের সুবিধা নিচ্ছেন কখনও আবার খেলছেন বোলারের মাইন্ডের সঙ্গে।
advertisement
6/8
গুজরাতের বিরুদ্ধে রিঙ্ু ৫টি ছক্কা মারেন যশ দয়ালকে। যে ঘরোয়া ক্রিকেটে তার রাজ্য দলের সতীর্থ। রিঙ্কু জানতেন, যশ স্লোয়ার, কাটার দেওয়ার চেষ্টা করবেন। তাই উইকেটে দাঁড়িয়ে ছিলেন তিনি। তাড়াহুড়ো একদম করেননি।
গুজরাতের বিরুদ্ধে রিঙ্ু ৫টি ছক্কা মারেন যশ দয়ালকে। যে ঘরোয়া ক্রিকেটে তার রাজ্য দলের সতীর্থ। রিঙ্কু জানতেন, যশ স্লোয়ার, কাটার দেওয়ার চেষ্টা করবেন। তাই উইকেটে দাঁড়িয়ে ছিলেন তিনি। তাড়াহুড়ো একদম করেননি।
advertisement
7/8
 পাশাপাশি শেষ বলে যখন ছয় মারতেই হবে তখন রিঙ্কু জানতেন আহমেদাবাদের দুই সাইডের বাউন্ডারি থেকে সামনের বাউন্ডারি ছোট। আর শেষ বল সোজা হিট করেই বাউন্ডারি পার করে দলকে জয় এনে দেন রিঙ্কু সিং।
পাশাপাশি শেষ বলে যখন ছয় মারতেই হবে তখন রিঙ্কু জানতেন আহমেদাবাদের দুই সাইডের বাউন্ডারি থেকে সামনের বাউন্ডারি ছোট। আর শেষ বল সোজা হিট করেই বাউন্ডারি পার করে দলকে জয় এনে দেন রিঙ্কু সিং।
advertisement
8/8
আর পঞ্জাবের বিরুদ্ধে শেষ ওভারে রিঙ্কু সামনে ছিলেন ডেথ ওভার স্পেশালিস্ট অর্শদীপ সিং। শেষ বলে বাকি ছিল দুই রান। শেষ বলে অর্শদীপ বল করার জন্য এগিয়ে এলেও রিঙ্কু সরে যায়। ডেড হয়ে যায় ডেলিভারিটি। অর্শদীপের মাইন্ডের সঙ্গে খেলেন তিনি। সেখানেই বাজিমাত করেন রিঙ্কু। তারপর পায়ে ফুলটস দেন অর্শদীপ। আর বাউন্ডারি মেরে জয় এনে দেন কেকেআরকে।
আর পঞ্জাবের বিরুদ্ধে শেষ ওভারে রিঙ্কু সামনে ছিলেন ডেথ ওভার স্পেশালিস্ট অর্শদীপ সিং। শেষ বলে বাকি ছিল দুই রান। শেষ বলে অর্শদীপ বল করার জন্য এগিয়ে এলেও রিঙ্কু সরে যায়। ডেড হয়ে যায় ডেলিভারিটি। অর্শদীপের মাইন্ডের সঙ্গে খেলেন তিনি। সেখানেই বাজিমাত করেন রিঙ্কু। তারপর পায়ে ফুলটস দেন অর্শদীপ। আর বাউন্ডারি মেরে জয় এনে দেন কেকেআরকে।
advertisement
advertisement
advertisement