TRENDING:

IPL 2023: পেটের দায়ে ভাঙা হাত নিয়ে নাচছে চিয়ার লিডার, কোটি টাকার লিগে লজ্জাজনক ঘটনা

Last Updated:

IPL 2023: আইপিএলের মাঝেই চিয়ার লিডারদের নিয়ে ঘটল এমন এক ঘটনা যার কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজিকে। কারণ অভিযোগ, ভাঙা হাত নিয়ে এক চিয়ার লিডারকে ডান্স করিয়েছে হায়দরাবাদ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আইপিএলে ক্রিকেটের উন্মাদনায় আলাদা মাত্রা যোগ করে চিয়ারলিডাররা। তাদের গ্ল্যামার ও ডান্স আইপিএলের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। মাঝে করোনার কারণে চিয়ারলিডার ছাড়াই হয়েছে আইপিএল। এবার থেকে ফের আইপিএলে চিয়ার লিডাররা ফিরেছে। কিন্তু আইপিএলের মাঝেই চিয়ার লিডারদের নিয়ে ঘটল এমন এক ঘটনা যার কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজিকে। কারণ অভিযোগ, ভাঙা হাত নিয়ে এক চিয়ার লিডারকে ডান্স করিয়েছে হায়দরাবাদ।
advertisement

সোমবার আইপিএলে ম্যাচ ছিল গুজরাত টাইটান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের। সেই ম্যাচেই ধরা পড়ে এই লজ্জাজনক ঘটনা। ম্যাচে দেখা যায় হাতে স্লিং ঝোলানো অবস্থায় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের চার-ছয় মারার সময়, দলের বোলাররা উইকেট নেওয়ার সময় পারফর্ম করছেন ওই চিয়ার লিডার। জানা গিয়েছে, হায়দরাবাদের ওই চিয়ারলিডারের ডান হাত ভেঙে গিয়েছে। সেই অবস্থাতে কেন ওই চিয়ারলিডারকে পারফর্ম করানো হল তা নিয়ে উঠছে প্রশ্ন।

advertisement

আরও পড়ুনঃ Sourav Ganguly Security: নিরাপত্তা বাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের, ওয়াই থেকে পেলেন জেড ক্যাটেগরি, কারণটা কী

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ম্যাচ চলাকালীন এমন দৃশ্যের ছবি ও ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। কোটি কোটি টাকা লিগে উড়ছে সেখানে সেই লিগের এক দলের এহেন কাণ্ডে সমালোচনায় সরব হয়েছেন সকলে। নেট দুনিয়ায় তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষকে। শুধু ফ্র্যাঞ্চাইজি নিয়ে প্রশ্নের মুখে পড়েছে আইপিএল কর্তৃপক্ষও। কীভাবে এমন লজ্জাজনক ঘটনা তারা হতে দিলেন তা নিয়েও উঠছে প্রশ্ন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2023: পেটের দায়ে ভাঙা হাত নিয়ে নাচছে চিয়ার লিডার, কোটি টাকার লিগে লজ্জাজনক ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল