সোমবার আইপিএলে ম্যাচ ছিল গুজরাত টাইটান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের। সেই ম্যাচেই ধরা পড়ে এই লজ্জাজনক ঘটনা। ম্যাচে দেখা যায় হাতে স্লিং ঝোলানো অবস্থায় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের চার-ছয় মারার সময়, দলের বোলাররা উইকেট নেওয়ার সময় পারফর্ম করছেন ওই চিয়ার লিডার। জানা গিয়েছে, হায়দরাবাদের ওই চিয়ারলিডারের ডান হাত ভেঙে গিয়েছে। সেই অবস্থাতে কেন ওই চিয়ারলিডারকে পারফর্ম করানো হল তা নিয়ে উঠছে প্রশ্ন।
advertisement
ম্যাচ চলাকালীন এমন দৃশ্যের ছবি ও ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। কোটি কোটি টাকা লিগে উড়ছে সেখানে সেই লিগের এক দলের এহেন কাণ্ডে সমালোচনায় সরব হয়েছেন সকলে। নেট দুনিয়ায় তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষকে। শুধু ফ্র্যাঞ্চাইজি নিয়ে প্রশ্নের মুখে পড়েছে আইপিএল কর্তৃপক্ষও। কীভাবে এমন লজ্জাজনক ঘটনা তারা হতে দিলেন তা নিয়েও উঠছে প্রশ্ন।