বর্তমানে লিগ টেবিলে ১২ ম্যাচে ৬ জয়, ৬ হার ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফলে শেষ দুটি ম্যাচ জিততে পারলে ১৬ পয়েন্টে পৌছানোর সুযোগ রয়েছে আরসিবির। তবে সানরাইজার্সের কাছে হারলে জোর ধাক্কা খেতে হবে। শেষ ম্যাচ গুজরাতের বিরুদ্ধে জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে। আইপিএলে এর আগেও কয়েক বার সানরাইজার্সের কাছে হেরে প্লে অফে ওঠার লড়াইয়ে ধাক্কা খেতে হয়েছে আরসিবিকে। এবার তার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য বদ্ধপপিকর ব্যাঙ্গালোর।
advertisement
শেষ ম্যাচে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বড় জয় পেয়েছিল আরসিবি। ১১২ রানে ম্যাচ জিতে নেট রানরেট অনেকটাই ভালো করে নিয়েছে ব্যাঙ্গালোর। বিরাট, কোহলি, ফাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলরা রানের মধ্যে রয়েছে। তবে মিডল ও লোয়ার মিডল অর্ডার নিয়ে চিন্তা রয়েছে আরসিবির। বোলিংয়ে গত ম্যাচে রাজস্থানকে মাত্র ৫৯ রানে অলআউট করে ভরসা দিয়েছেন মহম্মদ সিরাজ, ওয়েন পার্নেল, মাইকেল ব্রেসওয়েল, করণ শর্মারা।
আরও পড়ুনঃ IPL Points Table: দিল্লির জয়ে লাইফলাইন পেল কেকেআর, প্লে অফে ওঠার অঙ্ক হল সোজা!
অপরিদিকে, লখনউ ও গুজরাটের কাছে শেষ দুটি ম্যাচ পরপর হেরে প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু অরেঞ্জ আর্মির শেষ দুটি ম্যাচের উপর নির্ভর করছে দুটি দলের প্লে অফে জায়গা পাকা করার ভাগ্য। আরসিবি ও মুম্বইকে শেষ দুই ম্যাচে হায়দরাবাদ হারাতে পারলে কেকেআরের অনেকটা সুবিধা হবে। তবে সেসব নিয়ে না ভেবে মরসুমের শেষ দুই ম্যাচ জয় দিয়ে শেষ করাই লক্ষ্য মার্করাম, ক্লাসেন, ভুবনেশ্বরদের।