ম্যাচে টস ভাগ্য সাথ দেয়নি বিরাট কোহলির। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। চিন্নাস্বামীর ব্যাটিং উইকেট ও ছোট মাঠে প্রথমে বোলিং করে নেওয়াটাই সুবিধাজনক বলে মনে করেছেন রয়্যালস অধিনায়ক। টার্গেট দেখে রান তাড়া করার রণনীতি সাজাতেই এমন সিদ্ধান্ত। অপরদিকে, টস হারলেও একেবারেই আফসোশ নেই বিরাট কোহলির। কারণ টস জিতলে প্রথমে ব্যাটিংই নিতেন এই ম্যাচে আরসিবি অধিনায়ক।
advertisement
আরাসিবির একাদশ- বিরাট কোহলি, ফ্যাফ ডুপ্লেসি (অধিনায়ক), মাহিপাল লোমরার, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, সুয়াশ প্রভুদেসাই, হার্ষাল প্যাটেল, ডেভিড উইলি, মহম্মদ সিরাজ।
রাজস্থান রয়্যালসের একাদশ- যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটরক্ষক), দেবদত্ত পাডিক্কাল, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, জেসন হোল্ডার, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল।
আরও পড়ুনঃ KKR vs CSK: হারের হ্যাটট্রিক, কেকেআরের প্রধান সমস্যা কোথায়, এবার হল 'রহস্য ফাঁস'
প্রসঙ্গত, এখনও পর্যন্ত প্রতিযোগিতায় ৬ ম্যাচে ৪টি জয় নিয়ে রান রেটের বিচারে লিগ টেবিলের প্রথম স্থানে রয়েছে সঞ্জু স্যামসনের দল। অপরদিকে ৬ ম্যাচে ৩টি জয় ও ৩টি হার, ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে আরসিবি। চিন্নাস্বামীতে হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।