এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস ভাগ্য সাথ দিল আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসির। টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চিন্নাস্বামী রাতের দিকে শিশির সমস্যা রয়েছে। যা ব্যাটিং সাইডকে সাহায্য করে। সেই কারণেই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ফাফ। এছাড়া পরে ব্যাটিং করলে ইমপ্যাক্টি প্লেয়ারের সুযোগ পরিকল্পনা করে নেওয়া যায়। অপরদিকে, টস হারলেও খুব একটা চিন্তিত নন রোহিত শর্মা। পজেটিভ মাইন্ডে ব্যাট করে বড় স্কোর করে প্রতিপক্ষকে চাপে রাখাই লক্ষ্য ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নদের। ফলে শেষে হাসি কে হাসবে তার উত্তর দেবে আগামি কয়েক ঘণ্টা। টানটান, রুদ্ধশ্বাস ক্রিকেট দেখার অপেক্ষায় ক্রীডা প্রেমিরা।
advertisement
মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, নেহার ওয়াধেরা, টিম ডেভিড, হৃত্ত্বিক শকিন, জোফ্রা আর্চার, আরশাদ খান, পীযুষ চাওলা।
রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ: ফাফ ডুপ্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, হার্শল প্যাটেল, রিস টপলে, মহম্মদ সিরাজ, করণ শর্মা, আকাশ দীপ।