ওয়াংখেড়েতে টস ভাগ্য সাথ দিল রোহিত শর্মার। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। সাধারণত ওয়াংখেড়েতে যা করে থাকেন সব অধিনায়করা। ফাফ ডুপ্লেসিও জানান টস জিতলে তিনিও প্রথমে বোলিং করতেন। ডিউ ফ্যাক্টর থেকে শুরু করে এই উইকেটের ইতিহাস সবসময় রান তাড়া করা দলের পক্ষে যায়। টস ভাগ্যের হাতে থাকলেও বড় রান করে প্রতিপক্ষকে চাপে রাখার কথাও বলেন আরসিবি অধিনায়ক।
advertisement
আরসিবির প্রথম একাদশ: ফাফ ডুপ্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, মাহিপাল লোমরর, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অনুজ রাওয়াত, ওয়ানিন্দু হাসরঙ্গা, বিজয়শাক বিজয় কুমার, মহম্মদ সিরাজ ও জস হ্যাজেলউড।
মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়কধ), ইশান কিশান, ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, নেহাল ওয়াধেরা, টিম ডেভিড, ক্রিস জর্ডান, পীযুষ চাওলা, জেসন বেহরনড্রফ, কুমার কার্তিকে, আকাশ মধওয়াল।
আরও পড়ুনঃ Asia Cup 2023: জয়ের হাসি ভারতের ! মুখ পুড়বে পাকিস্তানের! এশিয়া কাপ হাতছাড়া হতে পারে পিসিবির
প্রসঙ্গত, আইপিএল ২০২৩-এ প্রথম পর্বের সাক্ষাতে মুম্বইকে এক তরফ ম্যাচে উড়িয়ে দিয়েছিল আরসিবি। এবার ঘরের মাঠে সেই হারে বদলা নেওয়া সুযোগ ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নদের। তবে এবারের আইপিএলে দুই দলের শক্তি ও ফর্ম বিচার করলে মুম্বইয়ের থেকে যে ব্যাঙ্গালোর এগিয়ে তা মানছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ওয়াংখেড়েতে আরও একটি রুদ্ধশ্বাস ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।