TRENDING:

Dhoni vs Jadeja: প্লে অফের আগে ধোনি-জাদেজার ঝামেলা! একটি ভিডিও ও জাড্ডুর ট্যুইট উস্কে দিচ্ছে জল্পনা

Last Updated:

Dhoni vs Jadeja: ফাটল দেখা দিয়েছে ধোনি ও রবীন্দ্র জাদেজার সম্পর্কে। কারণ দিল্লি ম্যাচ শেষে একটি ভিডিও ও তারপর রবীন্দ্র জাদেজার করা একটি ট্যুইট ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চেন্নাই: আইপিএল ২০২৩-এর প্লে অফে দ্বিতীয় দল হিসেবে জায়গা পাকা করে নিয়েছে চেন্নাই সুপার কিংস। প্রথম প্লে অফে গুজরাত টাইটান্সের মুখোমুখি হবে এমএস ধোনির দল। কিন্তু সেই ম্যাচের আগে নতুন করে কী কোনও সমস্যা তৈরি হয়েছে সিএসকের অন্দরে? ফাটল দেখা দিয়েছে ধোনি ও রবীন্দ্র জাদেজার সম্পর্কে। কারণ দিল্লি ম্যাচ শেষে একটি ভিডিও ও তারপর রবীন্দ্র জাদেজার করা একটি ট্যুইট ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা।
advertisement

সিএসকের গ্রুপের শেষ ম্যাচ ছিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ম্যাচ শেষে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায়র ভাইরাল হয়। যাকে ঘিরেই তৈরি যাবতীয় প্রশ্ন। কারণ ভিডিওতে দেখা যায় ম্যাচ শেষে সাজঘরে যাওয়ার পথে জাদেজাকে কিছু বোঝানোর চেষ্টা করছেন ধোনি। সিএসকে অধিনায়ককে দেখে বেশ উত্তেজিতই দেখায়। কিন্তু জাদেজা ধোনির বক্তব্য কিছুতেই মানতে চাইছেন না। ২ বার ধোনিকে থামিয়ে পাল্টা কিছু বলেন। এরপর দুজনেই আলাদা হয়ে সাজঘরে ফিরে যান।

advertisement

advertisement

অনেকেই ভেবেছিলেন মাঠের ঝামেলা হয়তো মাঠেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু জাদেজার একটি ট্যুইট জল্পনা আরও উস্কে দিয়েছে। সিএসকের অলরাউন্ডারের ইঙ্গিতবহ ট্যুইটে বোঝানোর চেষ্টা করেন সকলকেই কর্মফল ভোগ করতে হবে। ট্যুইটে জাদেজা লেখেন, ‘আজ না হোক কাল, নিশ্চিত ভাবেই কর্মফল পাবে’। এই ট্যুইট রিট্যুইট করে জাদেজার স্ত্রী পাল্টা লিখেছেন,’নিজের পথেই চলতে থাকো।’ যদিও কাকে উদ্দেশ্য করে জাদেজা এই ট্যুইট করেছেন তা খোলাসা করেননি।

advertisement

আরও পড়ুনঃ Virat Kohli Injury: বিরাট কোহলির চোট, বাদ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে থেকে? এল বড় আপডেট

আরও পড়ুনঃ Aishwarya Rai: ঐশ্বর্যের হানিমুনের প্রথম রাত, খাট ভেঙে ফেলেছিলেন অভিষেক! না ভোলা অভিজ্ঞতা জানান বিশ্ব সুন্দরী

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

ধোনি ও জাদেরা বন্ধুত্ব দীর্ঘ দিনের। এক দশকের বেশি সময় ধরে তারা সতীর্থ। গতবার আইপিএলে ধোনি সিএসকের অধিনায়কত্ব ছেড়ে জাদেজাকে দিয়েছিলেন। কিন্তু খারাপ পারফরম্যান্সের জেরে ৯ ম্যাচ পরেই ফের ধোনিকে ব্যাটন ফিরিয়ে দেওয়া হয়। তা নিয়েও তৈরি হয়েছিল জল্পনা। প্রথমে জানা গিয়েছিল, জাদেজা স্বেচ্ছায় অধিনায়কত্ব ধোনিকে ফিরিয়েছেন। পরে শোনা যায় জাদেজাকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপর জাদেজা সিএসকে ছাড়ার সিদ্ধান্তও নিয়েছিলেন। যদিও ধোনি জাদেজাকে বুঝিয়ে দলে রাখতে সফল হন। কিন্তু এবার ধোনির সঙ্গে জাদেজার কোনও বিবাদ লাগল কিনা তা নিয়েউ কৌতুহল সকলের মধ্যে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Dhoni vs Jadeja: প্লে অফের আগে ধোনি-জাদেজার ঝামেলা! একটি ভিডিও ও জাড্ডুর ট্যুইট উস্কে দিচ্ছে জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল