নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন মন্দিরা বেদী। দর্শক ঠাসা স্টেডিয়াম অনেকক্ষণ ধরেই সময় গুনছিল অনুষ্ঠানের শুরুর। মন্দিরা বেদী বাংলার অরিজিৎ সিংয়ের নাম ঘোষণা করতেই স্টেডিয়ামের গর্জন ছিল শোনার মত। 'বন্দে মা তরম' দিয়ে অনুষ্ঠান শুরু করেন। তারপর নিজের একের পর এক ব্লকবাস্টার হিট গান সকলকে উপহার দেন অরিজিৎ সিং। লাভস্টোরিয়া 'পাঠান', 'দেবা-দেবা' হয়ে 'ইন্ডিয়া জিতেগা' গান দিয়ে নিজের অনুষ্ঠান শেষ করেন অরিজিৎ সিং।
advertisement
এরপর আইপিএলের উদ্বোধনী মঞ্চে শুধুই গ্ল্যামারের দ্যুতি। সুপারহিট গান 'টম টম' দিয়ে এন্ট্রি করেন তামান্না ভাটিয়া। তারপর একের পর এক গানে নেচে মঞ্চ মাতান তামান্না। এরপর স্টেজে আসেন রাশ্মিকা মান্ধানা। শুরুতেই পুষ্পা সিনেমার 'বলম স্বামী' গানে পারফর্ম করেন রাশ্মিকা। পুষ্পা সিনেমার 'শ্রীবল্লী'-তেও পারফর্ম করেন তিনি। ব্যাক টু ব্যাক এমন পারফরম্যান্স দেখে স্টেডিয়াম জুড়ে তখন পার্টির মেজাজ। ডাগআউটে ক্রিকেটারদেরও দেখা যায় উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করতে। শেষে বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি, সচিব জয় শাহ, দুই দলের অধিনায়ক এমএস ধেনি ও হার্দিক পান্ডিয়া এসে ট্রফি উন্মোচন করেন। সব মিলিয়ে মাঝে যে তিন বছর উদ্বোধনী অনুষ্ঠানের না হওয়ার যে আক্ষেপ ছিল তা ২০২৩ সালে সুদে-আসলে পূরণ করে দিলেন অরিজিৎ সিং, তামান্না ভাটিয়া, রাশ্মিকা মান্ধানারা।