জিও সিনেমার ফ্যান-কেন্দ্রিক উপস্থাপনা দর্শকদের আরও আকর্ষণ করেছে। প্রতি ম্যাচে দর্শক প্রতি গড় অতিবাহিত সময় ৫৭ মিনিটের কোঠা ছুঁয়েছে। শুধু তা-ই নয়, গত মরশুমের প্রথম সপ্তাহান্তের তুলনায় এই মরশুমের প্রথম সপ্তাহান্তে জিও সিনেমায় প্রতি ম্যাচে দর্শক প্রতি অতিবাহিত সময় প্রায় ৬০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
জিও সিনেমায় প্রায় ১৪৭ কোটিরও বেশি ভিউ এবং রেকর্ডিং হয়েছে। যা আইপিএল-এর প্রথম সপ্তাহান্তের হিসেবে এখনও সেরার শিরোপা পেয়েছে।
advertisement
আরও পড়ুন- আইপিএলে এবার আরও ধামাকা, জিও সিনেমার নতুন ফিচার জমিয়ে দেবে খেলা মাঠের বাইরেও
Viacom18 Sports-এর সিইও অনিল জয়রাজ বলেন, "এই পরিসংখ্যান সত্যিই ব্যতিক্রমী। আর দেশে যে ধীরে ধীরে ডিজিটাল বিপ্লব ঘটছে, এই পরিসংখ্যানটা তার প্রমাণও বটে। ডিজিটালের নানা দিক থেকে সুবিধা রয়েছে। আর কত সংখ্যক মানুষ তা দেখতে আসছেন বা দেখছেন, তার উপর ভিত্তি করেই ডিজিটালের হিসেব পরিমাপ করা হয়ে থাকে। আসলে কন্টেন্ট দেখার বিষয়টা অপরিবর্তনীয় ভাবে ডিজিটাল মাধ্যমে স্থানান্তরিত হয়েছে। আর এই সপ্তাহের জিও সিনেমার পারফরম্যান্সই এর সবথেকে বড় প্রমাণ।"
তিনি আরও বলেন, “টাটা আইপিএল ২০২৩ শুরু হওয়ার প্রথম সপ্তাহান্তটাতেই আমরা যে ঘটনাটার সাক্ষী থাকলাম, সেটাই প্রমাণ যে, মানুষ জিও সিনেমার উপর ভরসা রেখেছে। জিওসিনেমার পরিষেবা সহজ, সুলভ আর সাশ্রয়ী। আবার এটাই প্রথম ক্রিকেট সম্প্রচার যা ভোজপুরি, পঞ্জাবি, ওড়িয়া এবং গুজরাতি-সহ নানা ভাষায় উপলব্ধ। আমি সকল স্পনসর, বিজ্ঞাপনদাতা এবং পার্টনারদের আমাদের এই সফরে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাতে চাই।”
আসলে জিও এসটিবি, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ারস্টিক, ওয়ানপ্লাস টিভি, সোনি, স্যামসাং, এলজি, শাওমি-সহ পাঁচশোরও বেশি ওইএম ও সিটিভি প্ল্যাটফর্মের সঙ্গে পার্টনারশিপে কাস্টমাইজড ডিভাইস ইন্টিগ্রেশন পার্টনারশিপই রয়েছে এই রেকর্ড-ভাঙার পরিসংখ্যানের পিছনে। এর পাশাপাশি, সিটিভি ভিউয়াররা জিওসিনেমার মাধ্যমেই প্রথম বারের জন্য বিশ্বের সবথেকে বিখ্যাত ক্রিকেট লিগ দেখার সুবিধা পাচ্ছেন। ইংরেজি আর হিন্দি-সহ মোট ১২টি ভাষায় এই খেলার কার্নিভ্যালের আনন্দ উপভোগ করতে পারবেন ইউজাররা।